শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বিশ্বের একের পর এক দেশকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। সে রেল, সড়ক ব্যবস্থা হোক কিংবা প্রতিরক্ষা ক্ষেত্র, একের পর এক পালক ভারতের মুকুটে লেগেই চলেছে। তবে আজ কথা হবে ভারতের সড়ক ব্যবস্থা নিয়ে। এমনিতে কয়েক মাস আগেই চিনকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছিল ভারত। এমনিতে ভারতে দ্রুত রাস্তা তৈরি হচ্ছে। মহাসড়ক থেকে শুরু করে হাইওয়ে, রাজ্য সড়ক, এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ২০২৪ সালের মধ্যে আমেরিকার রাস্তার সঙ্গে পাল্লা দেবে ভারতের রাস্তা। তবে এবার বিশ্বের বেশ কয়েকটি রাস্তা সম্পর্কে রিপোর্ট প্রকাশ্যে এসেছে। আর সেখানে ভারত সম্পর্কে এমন এক তথ্য দেওয়া হয়েছে যা দেখলে আপনিও হয়তো নিজের কান বা চোখকে হয়তো বিশ্বাস করতে পারবেন না।
ভারতের মুকুটে নয়া পালক
এমনিতে সড়ক নেটওয়ার্কে ভারত ব্যাপক সাফল্য অর্জন করেছে। আবার কিছু মাস আগে ভারত চিনকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কে পরিণত হয়েছিল। এক নম্বর দেশ হওয়া থেকে আর মাত্র এক ধাপ দূরে। আমেরিকা বিশ্বের বৃহত্তম সড়ক নেটওয়ার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বরে রয়েছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক রয়েছে। ৬.৭ মিলিয়ন সড়ক ব্যবস্থা নিয়ে এই স্থান দখল করেছে ভারত। হ্যাঁ ঠিকই শুনেছেন। প্রথম স্থানে রয়েছে আমেরিকা যদিও বহু মানুষে বিশ্বাস আমেরিকাকে ছাপিয়ে যেত ভারতের আর বেশি দিন হয়তো সময় লাগবে না।
বাকি দেশগুলির অবস্থান কততে
এবার আলোচনা করা যাক ভারতের পর কোন কোন দেশের কাছে সবথেকে বেশি এবং উন্নত সড়ক ব্যবস্থা রয়েছে। ভারতের পরেই রয়েছে চিনের নাম। এই দেশের ঝুলিতে রয়েছে ৫.৩৫ মিলিয়ন সড়ক ব্যবস্থা। এরপর ২ মিলিয়ন সড়ক ব্যবস্থা নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল, ১.৫৪ মিলিয়ন সড়ক ব্যবস্থা নিয়ে পঞ্চম স্থানে রাশিয়া, ১.২২ মিলিয়ন সড়ক ব্যবস্থা নিয়ে ষষ্ঠ স্থানে জাপান, ১.০৫ মমিলিয়ন সড়ক ব্যবস্থা সপ্তম স্থানে ফ্রান্স এবং ১.০৪ মিলিয়ন সড়ক ব্যবস্থা নিয়ে অষ্টম স্থানে রয়েছে কানাডা।