শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার পোয়া বারো হল সরকারি কর্মীদের। এমনিতে ২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই কার্যত লটারি লাগল সরকারি কর্মীদের। গত জুলাই মাসে ও নভেম্বর মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) ৩ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। ফলে এখন DA-র পরিমাণ ৫৩% -এ গিয়ে ঠেকেছে। কিন্তু এখানেই শেষ নয়, সরকার এখন সরকার আরও দুটি ভাতার পরিমাণ বাড়িয়ে দিল। এখন এর প্রভাব সরাসরি কর্মচারীদের বেতনের ওপর দেখা যাবে। অর্থাৎ এখন তাদের বেতন বাড়বে।
এখন নিশ্চয়ই ভাবছেন সেই ভাতাগুলি কী কী? আর কতটা পরিমাণেই বা বাড়ল? তাহলে আর সাসপেন্স না রেখে জানিয়ে দি, এই দুটি ভাতা হলো নার্সিং ভাতা ও পোশাক ভাতা। মহার্ঘ ভাতা যখন ৫০ শতাংশ ছিল, তখন সপ্তম বেতন কমিশন বহু ভাতা বৃদ্ধির সুপারিশ করেছিল। যার মধ্যে অন্যতম ছিল এই দুটি ভাতাও।
বাড়ল নার্সিং ভাতা ও পোশাক ভাতা
সেপ্টেম্বরে যোগ্য কর্মীদের জন্য নার্সিং ভাতা এবং পোশাক ভাতা উভয়ই সংশোধন করা হয়েছিল। ২০২৪ সালের ৪ জুলাই EPFO কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মহার্ঘ ভাতা ৫০% হওয়ার পরে যে ভাতা প্রভাবিত হয় তা বাড়িয়ে ২৫% করা উচিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ১৭ সেপ্টেম্বর ২০২৪ অনুসারে, প্রতিবার ৫০% মহার্ঘ ভাতা থাকলে পোশাক ভাতা ২৫ শতাংশ বাড়ানো হবে।
নার্সিং ভাতা
নার্সিং ভাতা যা সকল নার্সদের দেওয়া হয়। এখন সেটাও ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের ১৭ সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী, মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে গেলে নার্সিং ভাতাও বাড়বে। প্রতি ১০ বছর অন্তর কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এতে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার হিসাব বিবর্তন করা হয়। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে প্রতিবার ৫০% মহার্ঘ ভাতা থাকলে পোশাক ভাতা ২৫ শতাংশ বাড়ানো হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |