প্রীতি পোদ্দার, কলকাতা: পহেলগাঁও নৃশংস হত্যালীলার পর তীব্র প্রতিশোধের আগুন জ্বলছে দেশের প্রত্যেক নাগরিকের মনে। মৃত্যু হয়েছিল ২৬ জনের। আর ঘটনায় অনেকেই নির্বিচারে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছে। যদিও চুপ করে বসে থাকেনি ভারত। পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। বন্ধ করে দেওয়া হল সিন্ধু জল চুক্তি এবং ভিসা। আর এই আবহে এবার গোটা ব্যাপার নিয়ে মুখ খুললেন লরেন্স বিষ্ণোই। জঙ্গিগের হামলার বদলা নেওয়ার হুমকি দিয়েছে।
ভাইরাল পোস্ট
সম্প্রতি লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnois) গ্যাং এর হুমকির একটি পোস্ট সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছে। আর সেই পোস্ট দেখে রীতিমত চমকে উঠেছে সকলে। সেই পোস্টে লেখা ছিল যে, পহেলগাঁওয়ে হামলায় নিরীহ পর্যটকদের হত্যার প্রতিশোধ নিতে তারা পাকিস্তানে ঢুকে এমন একজনকে মারবে, যে ১ লাখ মানুষের মৃত্যুর সমান হবে। শুধু তাই নয় এই পোস্টে জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার প্রধান হাফিজ সাইদের ছবিও দেওয়া রয়েছে এবং তার ওপর কাঁটা চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়াও এই পোস্টের শুরুতে জয় শ্রী রাম রাম রাম- ও উল্লেখ করা হয়েছে।
লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে পাকিস্তানি যোগ!
এদিকে প্রায়শই মনে করা হয় যে লরেন্স বিষ্ণোই গ্যাং এর সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। তার কারণ গত বছর লরেন্স বিষ্ণোইয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে সে এক পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টিকে ইদের শুভেচ্ছা জানাচ্ছিল। শুধু তাই নয়, পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল পাকিস্তান থেকে আসা AK৪৭ রাইফেল। কিন্তু সম্প্রতি গ্যাং এর বিজ্ঞপ্তি সকলকে অবাক করে দিয়েছে।
আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে যুদ্ধের আগেই ভয়? কেঁদে ভাসালেন পাক সেনা! ভাইরাল ভিডিও
প্রতিশোধ নেবে এই গ্যাং?
এদিকে বর্তমানে লরেন্স বিষ্ণোই বর্তমানে জেলে বন্দি রয়েছে কিন্তু তাতে কি? সে কার্যত জেল থেকেই সে নিজের গ্যাং চালাচ্ছে। এমন পরিস্থিতিতে হাফিজ সাইদকে মারার এই ভাইরাল পোস্টকে সত্যি ধরে নিলেও, প্রশ্ন উঠছে মোস্ট ওয়ান্টেড হাফিজ সাইদকে মারতে পারবে? তার কারণ হাফিজ সইদও নাকি বর্তমানে জেলবন্দি, এমনটাই দাবি পাকিস্তান সরকারের। কিন্তু ভারতের দাবি যে লস্কর-ই-তোইবার মূল পান্ডা হাফিজ সইদ খোলা বাঁধনে পাকিস্তানেই লুকিয়ে আছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |