শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আগামী দুই-একদিনের মধ্যে উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় বলে এগিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস থেকে শুরু করে নানা আবহাওয়া মডেল। আসন্ন ঘূর্ণিঝড়টি সাগরদ্বীপ থেকে এখনো কয়েকশো কিলোমিটার দূরে রয়েছে বলে খবর। অন্যদিকে এই ‘ডানা’-র জন্য কোনও রকম বিপত্তি এড়াতে আগেভাগে কয়েকশো ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। যে কারণে সাধারণ মানুষের নতুন করে সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেন রয়েছে বলে খবর।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাতিল বহু ট্রেন
ঘূর্ণিঝড় ডানা আরও ঘনীভূত হয়ে পূর্ব ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২৪ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে এই প্রবল ঝড় উপকূলে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের আবহাওয়ার উপর প্রভাব ফেলছে। জায়গায় জায়গায় চলছে বৃষ্টি। ঘূর্ণিঝড় ডানার আসন্ন ল্যান্ডফলের পরিপ্রেক্ষিতে ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর তিন দিনের জন্য ১৭৮ টি ট্রেন বাতিল করা হয়েছে।
হাওড়া ডিভিশনের বহু ট্রেন বাতিল | Trains Cancelled From Howrah, Sealdah |
ইস্ট কোস্ট রেলওয়ের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস, নয়াদিল্লি-ভুবনেশ্বর এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর এক্সপ্রেস, হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস, নয়াদিল্লি-পুরী এক্সপ্রেস, খড়গপুর-খোর্ধা এক্সপ্রেস, সম্বলপুর-পুরী এক্সপ্রেস এবং রৌরকেল্লা-ভুবনেশ্বর এক্সপ্রেস।
- ট্রেন নং ১৭০১৬: সেকেন্দ্রাবাদ থেকে ভুবনেশ্বর – ২৩. ১০. ২৪
- ট্রেন নং ১২৮৪০: চেন্নাই সেন্ট্রাল থেকে হাওড়া – ২৩. ১০. ২৪
- ট্রেন নং ১২৮৬৮: পুদুচেরি থেকে হাওড়া – ২৩. ১০. ২৪
- ট্রেন নং ২২৮২৬: চেন্নাই সেন্ট্রাল থেকে শালিমার – ২৩. ১০. ২৪
- ট্রেন নং ২২৮৭৫: বিশাখাপত্তনম থেকে দিঘা – ২৪. ১০. ২৪
- ট্রেন নং ১২৮৪২: চেন্নাই সেন্ট্রাল থেকে হাওড়া – ২৪. ১০. ২৪
- ট্রেন নং ২২৮০৮: চেন্নাই সেন্ট্রাল থেকে সাঁতরাগাছি – ২৪. ১০. ২৪
- ট্রেন নং ১৮০৪৬: হায়দরাবাদ থেকে হাওড়া – ২৩. ১০. ২৪
- ট্রেন নম্বর ০৬০৯৫: তাম্বারাম থেকে সাঁতরাগাছি – ২৪. ১০. ২৪
- ট্রেন নং ১২২৪৬: বেঙ্গালুরু থেকে হাওড়া – ২৪. ১০. ২৪
- ট্রেন নং ১২৭০৪: সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া – ২৩. ১০. ২৪
- ট্রেন নং ২২৮৮৮: বেঙ্গালুরু থেকে হাওড়া – ২৩. ১০. ২৪
- ট্রেন নম্বর ০৩৪২৯: সেকেন্দ্রাবাদ থেকে মালদা টাউন – ২৩. ১০. ২৪
- ট্রেন নং ১২৮৬৪: যশবন্তপুর থেকে হাওড়া – ২৩. ১০. ২৪
- ট্রেন নম্বর ০৬০৮৭: তিরুনেলভেলি থেকে শালিমার – ২৩ ১০. ২৪
- ট্রেন নং ১২০৭৫: ভুবনেশ্বর থেকে হাওড়া – ২৫. ১০. ২৪
- ট্রেন নম্বর ২২০২: পুরী থেকে শিয়ালদহ – ২৪. ১০. ২৪
- ট্রেন নম্বর ১২৮৩৮: পুরী থেকে হাওড়া – ২৪. ১০. ২৪
- ট্রেন নম্বর ১২৮৯৬: পুরী থেকে শালিমার – ২৪.১০.২০২৪
- ট্রেন নম্বর ১৮৪১০: পুরী থেকে শালিমার – ২৪.১০.২০২৪
- ট্রেন নং ১২২৭৮: পুরী থেকে হাওড়া – ২৫. ১০. ২৪
- ট্রেন নম্বর ১২৮২২: পুরী থেকে শালিমার – ২৫. ১০. ২৪
- ট্রেন নং ১৮০৪৪: ভদ্রক টু হাওড়া – ২৫.১০.২০২৪
- ট্রেন নম্বর ০৮০৬৪: ভদ্রক থেকে খড়গপুর – ২৪. ১০. ২৪
- ট্রেন নং ১২০৭৫: ভুবনেশ্বর থেকে হাওড়া – ২৪. ১০. ২৪
- ট্রেন নং ১২৮২২: পুরী থেকে শালিমার – ২৪. ১০. ২৪
- ট্রেন নং ১২২৭৮: পুরী থেকে হাওড়া – ২৪.১০.২০২৪
"Cancellation of Trains due to Cyclone ‘DANA’ over East Coast Railway" @drmsecunderabad @RailMinIndia pic.twitter.com/ivmk2Lt4ny
— South Central Railway (@SCRailwayIndia) October 22, 2024