শ্বেতা মিত্রঃ যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেল থেকে শুরু করে সড়ক ব্যবস্থায় নিত্য নতুন বিপ্লব আনছে কেন্দ্রীয় সরকার। এখন সে রেল ব্যবস্থা হোক কিংবা সড়ক ব্যবস্থা, সাধারণ মানুষের নিত্য যাত্রা আরও যেন মাখনের মতো সহজ হয়ে গিয়েছে। আজ থেকে ১০ বছর আগে মানুষ যেখানে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত এখন তা অনেকটাই কমে দাঁড়িয়েছে। আজ এই প্রতিবেদন এতে এমন একটি এক্সপ্রেসওয়ে নিয়ে আলোচনা করা হবে যেটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি এবং লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। তবে আগামী দিন থেকে এই এক্সপ্রেসের উপর দিয়ে যাওয়া মহার্ঘ্য হতে চলেছে বলে জানা গিয়েছে।
এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কোন এক্সপ্রেস দিয়ে যাওয়া আগামী দিনে দামি হতে চলেছে? তাহলে জানিয়ে রাখি, আপনিও যদি আগামী দিনে যমুনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাতায়াত করার কথা ভেবে থাকেন তাহলে আপনার পকেটে চাপ পড়তে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। টোল প্লাজার ভাড়া এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হল সরকারের তরফে। উৎসবের মরসুমে সরকারী এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পকেটে ব্যাপক চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া এখন আরও মহার্ঘ্য
একদিকে যখন সমগ্র দেশের মানুষ উৎসবের মেজাজে রয়েছেন তখন যমুনা এক্সপ্রেসওয়েতে টোলের হার বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। ইতিমধ্যে একটি নতুন হার জারি করা হয়েছে। নতুন হার কার্যকর হওয়ার পরে, ভ্রমণের সময় আরও অর্থ প্রদান করতে হবে আপনাকে। জানা গিয়েছে, এক ধাক্কায় ৪ শতাংশ টোল ভাড়া অনুমোদিত হয়েছে। এটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
কত টাকা অবধি বাড়ল টোল ভাড়া
- দু চাকার গাড়ির ক্ষেত্রে আগে রেট ছিল ২০৫ টাকা, এখন সেই রেট বেড়ে হয়েছেন ২৪৮ টাকা।
- চার চাকা বা জিপের ক্ষেত্রে আগে ছিলো ৪৩০ টাকা, এখন সেই দাম বেড়ে হয়েছে ৪৮৭ টাকা।
- কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে আগে ছিল ৬৯০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৯ টাকায়।
- বাস বা ট্রাকের ক্ষেত্রে আগে গুনতে হত ১৪০০ টাকা, এখন গুনতে হবে ১৫৪৩ টাকা।
- মাল্টি এক্সেল গাড়ির ক্ষেত্রে আগে যেখানে টোল ট্যাক্স দিতে হত ২১৩৫ টাকা, এখন তা বেড়ে হয়েছে ২১৮৬ টাকা।
- অন্যান্য ভারী গাড়ির ক্ষেত্রে এখন ২৭৪৫ টাকার বদলে গুনতে হবে ৩০২৮ টাকা মতো।
অনেকেই হয়তো জানেন না যে যমুনা এক্সপ্রেসওয়ে আবার তাজ এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এর আগে ২০২২ সালের মার্চ মাসে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। দিল্লি ও আগ্রার মধ্যে সংযোগকারী ১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়ে মথুরা ও আলিগড়ের মধ্য দিয়ে যায়। এক রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন ৩৫ হাজারেরও বেশি যানবাহন এই এক্সপ্রেসওয়ে দিয়ে যায়।