সহেলি মিত্র, কলকাতাঃ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই বিরাট ঘোষণা করল রেল (Indian Railways)। দুই দেশের অশান্ত পরিবেশের মধ্যে এবার রেলের তরফে এমন ঘোষণা করা হল যার জেরে উপকৃত হবেন বহু মানুষ। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। এবার কাশ্মীর থেকে দিল্লি অবধি বিশেষ কিছু ট্রেন চালানোর ঘোষণা করল রেল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
বিশেষ ট্রেন চালানোর ঘোষণা রেলের
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে, ভারতীয় রেল জম্মু ও উধমপুর থেকে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে। আজ অর্থাৎ শুক্রবার এই ট্রেনগুলি বিভিন্ন সময়ে চলবে। শুক্রবার ভারতীয় রেল ঘোষণা করেছে যে জম্মু ও উধমপুর থেকে রাজধানী দিল্লি পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চালানো হবে। বৃহস্পতিবার ৮ মে রাতে জম্মু, পাঠানকোট, উধমপুর এবং আরও কিছু স্থানে সামরিক ঘাটিতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত। এর ফলে, দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ব্যাপক আকার ধারণের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।
এদিকে এহেন পরিস্থিতির মাঝে কেউ যদি কাশ্মীর ছাড়তে চান তাহলে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, রেলওয়ে তিনটি বিশেষ ট্রেনের সময়সূচী প্রকাশ করেছে। উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর সংবাদমাধ্যমকে জানান, যাত্রীদের সুবিধার্থে জম্মু ও উধমপুর থেকে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। ট্রেন নম্বর ০৪৬১২ রাত ১০.৪৫ মিনিটে জম্মু থেকে ছেড়ে যাবে। এটি হবে ২৪টি কোচের একটি ট্রেন।
উপকৃত হবেন সাধারণ মানুষ
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে এতে ১২টি অসংরক্ষিত এবং ১২টি সংরক্ষিত কোচ থাকবে। এছাড়াও, ২০টি কোচ বিশিষ্ট একটি বন্দে ভারত ট্রেন দুপুর ১২.৪৫ মিনিটে উধমপুর থেকে জম্মু ও পাঠানকোট হয়ে যাত্রা করবে। এছাড়াও, সন্ধ্যা ৭টায় ২২ কোচের এলএইচবি স্পেশাল রিজার্ভ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ব্ল্যাকআউটের কারণে রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলিতে বেশ কয়েকটি রেল পরিষেবা প্রভাবিত হয়েছে। রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, “ব্ল্যাকআউট” এবং জরুরি পরিস্থিতির কারণে রেল চলাচল ব্যাহত হয়েছে। অনেক ট্রেন বাতিল করা হয়েছে এবং অনেকগুলি তাদের নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে।
উত্তর পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা শশী কিরণের মতে, উত্তর পশ্চিম রেলওয়ের ভগত কি কোঠি-বারমার, বারমের-ভগত কি কোঠি, মুনাবাও-বারমার এবং বারমের-মুনাবাও রেল পরিষেবা ৯ মে বাতিল থাকবে। একইভাবে, যোধপুর-দাদর এক্সপ্রেস ট্রেন পরিষেবা যোধপুর থেকে নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘন্টা পিছিয়ে চলছে।
In view of the current situation, Indian Railways plans to run three special trains from Jammu and Udhampur to Delhi, says Indian Railways.
— ANI (@ANI) May 9, 2025
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |