নজরে বুলেট ট্রেন, ২৪০০ কোটি খরচে আহমেদাবাদে তৈরি হচ্ছে ১৬ তলার স্টেশন

Published:

ahmedabad 16th floor station (1)
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বন্দে ভারত, তেজস এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস অনেক হল, এবার অপেক্ষা দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে। এখনো অবধি ভারতীয় রেলের পাইপলাইনে আছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনের অন্দরসজ্জা, ফিচার ইতিমধ্যে মানুষের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে। এখন এটি শুধু ট্র্যাকে নামার পালা। এসবের মধ্যে এবার দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নিয়ে সামনে এল বড় আপডেট। আহমেদাবাদে নির্মিত বুলেট ট্রেন স্টেশন নিয়ে জানা গেল বেশ কিছু তথ্য। জানা গিয়েছে, এই স্টেশনের ছাদে কয়েকশো ঘুড়ির নকশা থাকবে। তাছাড়া, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদের ভাটভায় একটি মেগা টার্মিনাল তৈরির ঘোষণা করেছেন।

আহমেদাবাদে তৈরি হচ্ছে ১৬ তলার স্টেশন

অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ স্টেশন পরিদর্শন করেছেন এবং স্টেশনের পুনর্নির্মাণ এবং বুলেট ট্রেন প্রকল্প পর্যালোচনা করেছেন। তিনি বলেন, “দেশজুড়ে ১৩০০টি স্টেশনের পুনর্নিমাণ হচ্ছে। এই স্টেশনগুলির মধ্যে বেশ কিছু আছে যেগুলি ১০০, ১৫০, ৬০ বছর পুরনো। ফলে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে নতুন করে স্টেশনগুলি তৈরি হচ্ছে। আহমেদাবাদ স্টেশনে একটি ১৬ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ (Ahmedabad 16th Floor Station) করা হচ্ছে।” আহমেদাবাদে হাই-স্পিড রেল স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। যাত্রীদের সহজে পরিবহনের সুবিধার্থে বুলেট ট্রেন স্টেশন এবং আহমেদাবাদ রেল স্টেশনকে সমন্বিতভাবে উন্নত করা হচ্ছে। ট্রেন পরিচালনার ক্ষমতা বৃদ্ধির জন্য আহমেদাবাদ স্টেশনে তিনটি অতিরিক্ত প্ল্যাটফর্ম থাকবে।

বুলেট ট্রেন নিয়ে মেগা আপডেট

মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা সহ দেশের ২০টিরও বেশি প্রধান স্টেশনে নতুন ট্রেনের চাহিদা বাড়ছে। এর ফলে প্রায় ৪৫টি ট্রেনের ধারণক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে প্রায় ১৫০টি ট্রেন চলাচল করতে পারবে। আহমেদাবাদের বুলেট ট্রেন স্টেশনের নকশা শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত। স্টেশনের ছাদ এবং বাইরের অংশে কয়েকশো ঘুড়ি সুন্দর ক্যানভাস হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অন্যদিকে ছাতার নকশাটি বিখ্যাত সিদি সাঈদের জালির নকশা দ্বারা অনুপ্রাণিত হবে বলে খবর। বুলেট ট্রেন স্টেশনটি আহমেদাবাদ রেলওয়ে স্টেশনের ১০, ১১ এবং ১২ নম্বর প্ল্যাটফর্মে নির্মিত হচ্ছে।

বুলেট ট্রেন স্টেশনে দুটি প্ল্যাটফর্ম থাকবে। স্টেশনে ওয়েটিং রুম, বিশ্রামাগার, গাড়ি, বাস এবং রিকশার জন্য পার্কিং ব্যবস্থা থাকবে, পাশাপাশি পিকআপ এবং ড্রপ-অফ সুবিধাও থাকবে। বুলেট ট্রেন স্টেশনটি কালুপুর মেট্রো রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত থাকবে, যা শহরের অন্যান্য অংশে ভ্রমণকারী মেট্রো যাত্রীদের জন্য বুলেট ট্রেন সংযোগ প্রদান করবে। অতিরিক্তভাবে, বুলেট ট্রেন স্টেশনটি আহমেদাবাদ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ১ থেকে ৯ এর সাথে সংযুক্ত থাকবে বলে খবর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join