AI ভিত্তিক টিকিট বুকিং শুরু করল রেল, স্বস্তি পাবেন ওয়েটিং টিকিটের যাত্রীরা

Published on:

railway ticket

সহেলি মিত্র, কলকাতাঃ দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করেন। ভারতীয় রেলপথ বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক, যেখানে প্রতিদিন ১৩,০০০ এরও বেশি ট্রেন চলাচল করে। তবে অনেক সময়ে এত ট্রেন থাকা সত্ত্বেও কনফার্ম সিট মেলে না। অনেক ক্ষেত্রেই আপনার নাম ওয়েটিং লিস্টে চলে যায়, যা সকলের মন ভেঙে দিতে যথেষ্ট। বিশেষ করে উৎসবের সময়ে ট্রেনের নিশ্চিত আসনের টিকিট (Railway Ticket) পাওয়া আর ভগবানের দেখা পাওয়া সমান হয়ে দাঁড়ায়। তবে আর চিন্তা নেই, এর কারণ এবার রেলের তরফে এমন এক ব্যবস্থা আনা হয়েছে যার দরুন আপনি ট্রেনের নিশ্চিত টিকিট পাবেন।

রেলেও এবার শুরু AI!

আসলে যত সময় এগোচ্ছে ভারতীয় রেল দ্রুত তার আধুনিকীকরণের কাজ করছে। ট্রেন এবং রেলওয়ে স্টেশনগুলিকে সংস্কার করা থেকে শুরু করে পরিষেবা উন্নত করা পর্যন্ত, ভারতীয় রেলওয়ে সেগুলিকে উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে এবার রেলেও আসতে চলেছে AI বা কৃত্তিম বুদ্ধিমত্তা। রেল পরিষেবা উন্নত করার জন্য কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যেতে পারে তা নিয়ে রেলওয়ে কাজ করছে।

এই বিষয়ে, আইআরসিটিসি ওয়েবসাইট এবং এর প্রয়োগে একটি অনন্য এআই-ভিত্তিক সিস্টেম বাস্তবায়িত হয়েছে। এই সিস্টেমটি ট্রেন যাত্রীদের জন্য উল্লেখযোগ্যভাবে উপকারী হবে। এই সিস্টেমটি যাত্রীদের তাদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা নির্ধারণ করতে সাহায্য করবে। এতে, যদি কোনও যাত্রী ট্রেনে তার টিকিট বুক করেন এবং টিকিটটি অপেক্ষমাণ তালিকায় আসে, তাহলে এই AI সিস্টেম যাত্রীকে তার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে আগে থেকেই জানিয়ে দেবে।

কীভাবে কাজ করবে এটি?

এই এআই সিস্টেমটি একটি নির্দিষ্ট প্যাটার্নে কাজ করবে। এটি ট্রেনের আসনের প্রাপ্যতা, বাতিল টিকিট এবং পূর্ববর্তী বুকিং ডেটা বিশ্লেষণ করবে এবং এই ডেটার উপর ভিত্তি করে, অপেক্ষমাণ তালিকাভুক্ত টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করবে। এর ফলে ট্রেন যাত্রীরা তাদের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা জানতে পারবেন। একবার তারা তাদের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা দেখতে পেলে, তারা অন্য ট্রেন বা বিকল্প রুটে ভ্রমণের কথা বিবেচনা করতে পারবেন।

আরও পড়ুনঃ ৩টি বাড়ি নিয়ে তৈরী একটি গ্রাম, বীরভূমের বুকেই রয়েছে এই অফবিট জায়গা

যদি কোনও যাত্রী তাদের টিকিট বাতিল করেন, তাহলে এই AI সিস্টেমটি অপেক্ষমাণ তালিকার অন্য যাত্রীকে আসনটি বরাদ্দ করবে। জাগরণের রিপোর্ট অনুযায়ী, রেলওয়ে রায়বেরেলিতে ইতিমধ্যে স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য এই AI টিকিট বুকিং সিস্টেম চালু করেছে। আর এক্ষেত্রে ভালো সাড়াও মিলেছে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥