S-400 অনেক হল, এবার ভারতের রক্ষা করবে রামপুত্র ‘কুশ’, DRDO বানাচ্ছে স্বদেশী শিল্ড

Published on:

project kusha

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার আমূল বদলাতে চলেছে। সূত্রের খবর, বিশ্বের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defense System) রাশিয়ার S-400 এর আদলে এবার দেশেই তৈরি হচ্ছে স্বদেশী লং-রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। শোনা যাচ্ছে, এই মহতী প্রকল্পটির নাম ‘প্রোজেক্ট কুশা’। এমনকি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র নেতৃত্বে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সহযোগিতায় এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেমন হবে কুশা মিসাইল সিস্টেম?

প্রোজেক্ট কুশার মূল উদ্দেশ্য হল – এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা, যা কিনা শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধবিমান, এমনকি মিসাইলের মতো শক্তিশালী হামলাকে আকাশপথেই গুঁড়িয়ে দিতে পারবে। সম্প্রতি BEL-র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মনোজ জৈন জানিয়েছেন, আমরা DRDO-র সঙ্গে যৌথ প্রকল্পে বিভিন্ন সাব-সিস্টেম রাডার এবং কন্ট্রোল সিস্টেমও তৈরি করেছি।

বেশ কয়েকটি সূত্র বলছে, আগামী 12 থেকে 18 মাসের মধ্যেই প্রোজেক্ট কুশার প্রোটোটাইপ তৈরি করা হতে পারে। আর এরপর শুরু হবে ইউজার ট্রায়াল, যা সম্পন্ন হতে 1 থেকে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বলে দিই, প্রোজেক্ট কুশা’র নাম এসেছে ভগবান রামচন্দ্রের পুত্র কুশ থেকে,

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

BEL-র আরও এক বিরাট প্রকল্প: QRSAM

তবে BEL এখানেই থেমে থাকেনি। কুশা ছাড়াও তারা কাজ করছে Quick Reaction Surface-to-Air Missile (QRSAM) নামের এক প্রকল্পতেও। আর এটি হবে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা, যা কিনা খুব কম সময়ের মধ্যেই প্রতিক্রিয়া দিতে পারবে। আর এটি বাস্তবায়িত হলে সেনা এবং বায়ু সেনার প্রয়োজনে প্রায় 30 হাজার কোটি টাকার অর্ডার আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে BEL কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ বলিউডে শোকের ছায়া! ৫৪ বছর বয়সেই প্রয়াত অভিনেতা মুকুল দেব, কী হয়েছিল তাঁর?

দেশীয় প্রযুক্তিতে আত্মনির্ভর হবে ভারত!

বর্তমানে রাশিয়া থেকে আনা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। আর এটিকে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স প্রযুক্তি হিসেবেই গণ্য করা হয়। এটিকে ইতিমধ্যেই একইসঙ্গে যুদ্ধবিমান, ব্যালেন্সটিক মিসাইল এবং ড্রোন হামলা মোকাবিলা করতে দেখা গিয়েছে। তবে ভবিষ্যতে বিদেশী প্রযুক্তির উপর নির্ভরতা কমাতে চাইছে গেরুয়া সরকার। আর সেই উদ্দেশ্যেই প্রোজেক্ট কুশা হতে চলেছে ভারতের প্রতিরক্ষা খাতের যুগান্তকারী পদক্ষেপ।

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, ভারত যদি দেশীয় প্রযুক্তিতে এই মিসাইল সিস্টেম সফলভাবে বাস্তবায়িত করতে পারে, তাহলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও একধাপ উন্নত হবে এবং সামরিক খরচ অনেকটাই কমবে। পাশাপাশি দেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশ হবে অনেকটাই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group