পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দ্রুত যেতে চাইলে সেরা উপায় হল প্লেনে সফর করা। তবে প্লেনে চাপার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হয়। সাধারণত ট্রেনে যাত্রার সময় যেমন খুশি জিনিসপত্র নিয়ে বা কয়েকটা ব্যাগ নিয়ে দিব্যি উঠে পড়া গেলেও বিমানমাত্রার ক্ষেত্রে সবটাই বুঝে শুনে নিতে হয়। বিশেষ করে লাগেজ একেবারেই মেপে নিতে হয় নাহলেই মুশকিল। তবে এবার জানা যাচ্ছে, এয়ারপোর্টের কিছু নিয়মে পরিবর্তন এসেছে। যার ফলে বেশি লাগেজ থাকলেই ফাইন দিতে হবে আপনাকে। তাই যদি প্লেনে ভ্রমণের প্ল্যানিং থাকে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
বদলাচ্ছে এয়ারপোর্টের ব্যাগেজের নিয়ম
সম্প্রতি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের যাত্রী পিছু লাগেজ নিয়মের পরিবর্তন করেছে। আগে একজন যাত্রী ৭ কেজি পর্যন্ত ক্যাবিন ব্যাগেজ ও ২০ কেজি পর্যন্ত চেক ইন ব্যাগেজ নিতে যেতে পারতেন। তবে এবার যাত্রীদের সুখবর দিয়ে ১০ কেজি ফ্রি চেক ইন ব্যাগেজ দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকে ৩০ কেজি পর্যন্ত ওজন হলেও কোনো এক্সট্রা টাকা দিতে হবে না।
এই খবর প্রকাশ্যে আসার পর যারা ওজন বেশি হওয়ার ভয়ে প্লেনে সফরের সময় পছন্দের জিনিস নিয়ে যেতে পারতেন না তারা খুবই খুশি হয়েছেন। তবে এক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। চেক ইনের ব্যাগ বড়সড় হলেও ক্যাবিন ব্যাগেজের ওজনের লিমিট ৭ কেজি হলেও ব্যাগের মাপ 40cm X 30cm X 10cm এর হতে হবে। নাহলে সেটা রাখাটা প্লেনে উঠে রাখাটা বেশ সমস্যার হয়ে যাবে।
ফ্যামিলি ট্রিপে বাচ্চাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট
শুধুমাত্র এক্সট্রা ব্যাগেজই নয়, যদি আপনি ফ্যামিলি নিয়ে যাত্রা করেন তাহলে বাচ্চাদের জন্য স্পেশাল ছাড়ের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। কোম্পানি জানাচ্ছে, বাচ্চা থাকলে আরও ১০ কেজি কেবিন ব্যাগেজ দেওয়া হবে। অর্থাৎ আগের ৩০ ও ১০ মিলিয়ে মোট ৪০ কেজির জিনিপত্র নিয়ে যাওয়র জন্য একটাকাও খরচ হবে না।
আরও পড়ুনঃ এবার বীমা সংস্থা বিক্রির পথে কেন্দ্র, তালিকায় তিনটি বড় নাম! আপনার পলিসি নেই তো?
বিশেষ শর্তে মিলবে সুবিধা
অতিরিক্ত লাগেজ দেখেই যদি টিকিট বুক করার কথা ভাবছেন তাহলে একটু দাঁড়িয়ে যান। কারণ সমস্ত যাত্রার ক্ষেত্রে কিন্তু এই বিশেষ অফার দেওয়া হচ্ছে না। আপনি যদি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কোনো প্লেনে ভারত থেকে সিঙ্গাপুর বা মধ্য প্রাচ্যের কোনো দেশে যাত্রা করেন তাহলেই এই সুবিধা পাবেন। এছাড়া অন্য দেশের ক্ষেত্রে কিন্তু পুরোনো নিয়ম অর্থাৎ ২০ কেজি লাগেজ ফ্রি পাওয়া যাবে।