সৌভিক মুখার্জী, কলকাতা: বাঙালি বরাবরই ভ্রমণ পিপাসু। আর সেই সূত্র ধরে অসমের শিলচর ছিল বাঙালির এক আবেগের ঠিকানা। কারণ এই শহর বাংলা ভাষার ছোঁয়া, বরাক উপত্যকার ইতিহাস, আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট (Air India Flight), সবকিছু মিলিয়ে ছিল যেন এক স্বপ্নের গন্তব্য। আর সেই অধ্যায়ে এবার তালা পড়তে চলেছে।
শেষ হচ্ছে 70 বছরের সম্পর্ক
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী 1 জুন থেকে শিলচরে আর নামবে না এয়ার ইন্ডিয়ার কোনও ফ্লাইট। হ্যাঁ, 31 মে শেষবারের মতো শিলচরের আকাশে ভাসবে জাতীয় সংস্থার এই উড়ান। তারপর তালা পড়ে যাবে আকাশপথে। আর এভাবেই সমাপ্তি ঘটবে দীর্ঘ 70 বছর যাত্রার।
খোঁজ নিয়ে জানা গেল, 1955 সালে দেশে এত আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না। আর তখন এয়ার ইন্ডিয়া শিলচর থেকে উড়ান চালু করেছিল। আর এই উদ্যোগেই বরাক উপত্যকা যুক্ত হয়েছিল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে।
হঠাৎ করে কেন বন্ধ হচ্ছে পরিষেবা?
আপামর জনগণের কাছে এখন একটাই প্রশ্ন যে, হঠাৎ করে কেন এই ফ্লাইট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে? যদিও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি। তবে বেশ কয়েকটি সূত্রের খবর, কর্মীদের কাছে এক নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, শিলচরে এয়ার ইন্ডিয়ার স্থায়ী স্টেশন ম্যানেজারকে স্বেচ্ছাবসর নিতে বলা হচ্ছে।
আরও পড়ুনঃ গরমের ছুটির মধ্যেই পরপর ৬ দিন বহু ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল, দেখুন তালিকা
ফলে বোঝাই যাচ্ছে যে, এখানকার অফিসে তালা পড়ে গিয়েছে। প্রসঙ্গত, এখানকার প্রতিটি ফ্লাইটে কমপক্ষে 120 জন যাত্রী যাতায়াত করেন। তাহলে কীসের অভাবে বন্ধ হচ্ছে এই পরিষেবা? সরকারের তরফ থেকে নেই কোনও উত্তর। প্রসঙ্গত জানিয়ে রাখি, বরাক উপত্যকার শিলচর এলাকা বর্ষার সময় ভয়ানক রূপ ধারণ করে। যোগাযোগ ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়ে।
রেললাইনে ধ্বস তো নিত্যদিনের ঘটনা। এর পাশাপাশি দুর্গম সড়কপথ এবং ঝুঁকিপূর্ণ যাতায়াতের সাক্ষী থাকে সাধারণ মানুষ। তখন একমাত্র ভরসা ছিল এই ফ্লাইট। আর এবার সেই পথে তালা পড়ে গেল। ফলে অসুবিধায় পড়বে হাজার হাজার বাসিন্দা। বিশেষ করে যারা চিকিৎসা, পড়াশোনা বা জরুরি প্রয়োজনে কলকাতার দিকে আসেন, তারা যে হোঁচট খাবে না, তা বলার অপেক্ষা রাখে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |