সৌভিক মুখার্জী, কলকাতাঃ এয়ারপোর্টে যাওয়ার আগে আপনি কী নিজের পকেটে চেক করেন? যদি না করে থাকেন তাহলে এবার থেকে অবশ্যই করুন। কারণ সামান্য একটি কয়েনও আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। সম্প্রতি দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পকেটে থাকা একটি কয়েন নিয়েই এমন একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে, যা শুনলে আপনি চমকে উঠবেন।
আসল ঘটনাটি কী?
সম্প্রতি একজন আন্তর্জাতিক যাত্রী, যিনি রোম থেকে দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ (Terminal 3) অবতরণ করেছিলেন। তবে তাকে শুল্ক বিভাগের আধিকারিকরা গ্রেফতার করে ফেলে। কারণ জানলে হয়তো আঁতকে উঠবেন। তার পকেটে থাকা কয়েনগুলো সাধারণ কয়েন ছিল না, বরং সেগুলি ছিল বিশেষভাবে তৈরি স্বর্ণমুদ্রা।
কীভাবে ধরা পড়লেন এই যাত্রী?
বিদেশ থেকে আসার পর প্রতিটি যাত্রীকেই কাস্টমস চ্যানেলের মধ্য দিয়ে যেতে হয়। আর এই ঘটনার সূত্রপাত এখানেই। এই ব্যক্তি যখন গ্রীন চ্যানেল অতিক্রম করছিলেন তখন কাস্টমসের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (AIU) তাকে থামিয়ে দেয় এবং ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর (DFMD) দিয়ে পরীক্ষা করার নির্দেশ জারি করে। আর এখানেই ঘটে গেল আসল ঘটনা। হঠাৎই জোরে বিপ বিপ শব্দ শুরু হয় মেটাল ডিটেক্টরে।
এই শব্দ শুনেই এয়ারপোর্টের আধিকারিকরা সতর্ক হোন এবং যাত্রীকে আলাদা করে তার সম্পূর্ণ দেহ তল্লাশি করেন। প্রথমে তিনি দাবি করেন যে, তার কাছে তেমন কিছুই নেই। তবে যখন পোশাক এবং ব্যাগ সার্চ করা হয় তখন তার পকেট থেকে চারটি বিশেষ কয়েন উদ্ধার হয়। জানলে অবাক হবেন, কয়েনগুলি বাইরে থেকে দেখতে সাধারন কয়েনের মতোই লাগছিল। কিন্তু বিশেষ পরীক্ষার মাধ্যমে জানা যায় যে কয়েনগুলি সম্পূর্ণ সোনার তৈরি।
কয়েন থেকে বেরোলো সোনার পাত
সংশ্লিষ্ট যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া কয়েনগুলির ওজন খুব একটা বেশি ছিল না। কিন্তু কাস্টমস আধিকারিকরা আরো তদন্ত করেন। তারপরে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। যাত্রীর কাছ থেকে সাতটি ধাতব পাতও উদ্ধার করা হয়, যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। এখানেই শেষ নয়। মোট ৪৯৬ গ্রাম সোনা এই কয়েন ও পাতের মধ্যে লুকানো ছিল। এরপরে কাস্টমস আধিকারিকরা তাকে গ্রেফতার করেন এবং স্বর্ণ পাচার চক্রের সঙ্গে তার সম্পর্ক রয়েছে কিনা তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৩০ হাজার, ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে স্নাতক পাশে এক্সিকিউটিভ নিয়োগ
তাই আপনার যদি আগামী দিনে বিদেশে ভ্রমণ করার কোন প্ল্যান থাকে, তাহলে এয়ারপোর্টে যাওয়ার আগে অবশ্যই নিজের পকেটটি ভালোভাবে চেক করুন। কারণ সামান্য একটি মুদ্রা আপনাকে বড় বিপদের মুখে ফেলতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |