পার্থ সারথি মান্না, কলকাতাঃ ১লা ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে ইউনিয়ান বাজেট ২০২৫ (Budget 2025)। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১২ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় থেকে শুরু করে কৃষকদের জন্য একাধিক ঘোষণা করেছেন। কিন্ত এরই মাঝে উঠে আসছে বঞ্চনার অভিযোগ। যার ফলে এবার বাজেটের ১ রাত পোহাতেই দেশজুড়ে প্রতিবাদে শুরু হতে চলেছে। কাদের বঞ্চিত করা হল? জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
বাজেটে বঞ্চনার অভিযোগ
গত শনিবার দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন সংসদে। ট্যাক্স ছাড় থেকে বেশ কিছু প্রকল্পে বরাদ্দ বৃদ্ধ করলেও মূল্যবৃদ্ধি আটকানোর তেমন কোনো উপায় মেলেনি বলেই মত বিশেষজ্ঞদের। এরই মাঝে খবর আসছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের একটি জাতীয় কর্মসমিতির বৈঠকের আয়োজন করা হয়েছে। তাঁরা বঞ্চনার অভিযোগে গোটা দেশে আন্দোলনে নামতে চলেছেন বলে জানা যাচ্ছে।
কী অভিযোগ?
এদিন বাজেটে দরিদ্র ও মধ্যবিত্তের খাদ্য সুরক্ষার জন্য বরাদ্দ চাল, গম চিনি থেকে শুরু করে রেশন সামগ্রী সম্পর্কে কোনো ঘোষণা মেলেনি। তাছাড়া দীর্ঘদিন ধরেই রেশন ডিলাররা তাদের প্রাপ্য কমিশন বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছিলেন। আশা করা হয়েছিল ২০২৫ এর বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের পাশাপাশি রেশন ডিলারদের জন্যও কিছু ঘোষণা হবে। কিন্ত সে গুড়ে বালি! তাই এবার কেন্দ্রকে চাপে ফেললে তবেই কাজ হবে বলে মনে করছে সংগঠন। তাই আন্দোলনের রূপরেখা তৈরী করতে আসন্ন বুধবারেই হবে বৈঠক।
তৈরী হবে আন্দোলনের রূপরেখা
কিছুদিন আগেই ডিলারদের দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আনীত শাহের সাথে দেখা করতে গিয়েছিল সংগঠনের প্রতিনিধিদের একটি দল। সেখানে নীতি আয়োগের সাথে কথা হলে বাজেটে ঘোষণার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তেমন কিছু না হতেই এবার নিজেদের দাবি আদায়ে প্রস্তুত রেশন ডিলারদের সংগঠন। অল ইন্ডিয়া রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশম্ভর বসু জানান, ‘বাজেটে স্মার্টফোন, টিভির দাম কমলেও চাল, গম চিনি নিয়ে কোনো দাম কমার প্রস্তাব নেই। না বেড়েছে খাদ্য শস্যের উপর ভর্তুকি না রেশন ডিলারদের জন্য কোনো ঘোষণা আছে’।
আরও পড়ুনঃ কন্যাদান, পিণ্ডদান বাদ! হিন্দু ধর্মের থেকে আলাদা মতুয়া রীতির ঘোষণা শান্তনু ঠাকুরের
তিনি আরও বলেন, ‘করোনার সময় প্রাণের বাজি রেখে রেশন পরিষেবা চালানো হয়েছিল। তার কোনো মূল্যই দিচ্ছে না সরকার। তাই আন্দোলন করেই দাবি আদায় করা হবে। প্রয়োজনে গোটা দেশে ধর্মঘট ডাকা হবে। আন্দোলন কিভাবে করা যায় সেটা নিয়েই বুধবার বৈঠকের আয়োজন হবে।’ এই বৈঠকে জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রল্হাদ মোদিও থাকবেন বলে জানা যাচ্ছে।