ব্যাকফুটে পাকিস্তান, আমেরিকার মধ্যস্থতায় আচমকা যুদ্ধবিরতির ঘোষণা! সম্মতি দুই দেশের

Published:

indian pakistan ceasefire
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দুই দেশ একে অপরকে লক্ষ্য করে চালাচ্ছে হামলা। যদিও বলা ভালো, ভারতের প্রত্যাঘাতে কার্যত বিধ্বস্ত পাকিস্তান। যেন একপ্রকার শ্মশানপুরীতে পরিণত হয়েছে দেশটি। জায়গায় জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তবে এরই মাঝে বিরাট সিদ্ধান্ত নিল ভারত। পাকিস্তানের সঙ্গে চলমান ‘যুদ্ধ’-এর মাঝেই যুদ্ধবিরতির (Ceasefire) ঘোষণা করল ভারত। হ্যাঁ ঠিকই শুনেছেন।

যুদ্ধবিরতির ঘোষণা করল ভারত

ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের আজ চতুর্থ দিন। পাকিস্তান শুক্রবার রাতে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের থেকে গুজরাট পর্যন্ত ২৬টি অঞ্চলে আবার ড্রোন হামলা চালায়। যদিও ভারতীয় সেনাবাহিনী এই হামলাকে ব্যর্থ করে দেয়। যাইহোক এতকিছুর মধ্যেও ভারত বিকেল পাঁচটা থেকে সংঘর্ষবিরতির ঘোষণা করেছে।

মধ্যস্ততা করল আমেরিকা?

অপারেশন সিঁদুর-এর অধীনে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপে রীতিমতো ভীত নড়ে গিয়েছে পাকিস্তানের। একের পর এক সামরিক ঘাঁটি, একাধিক বন্দর, জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারৎ। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি দাবি করেছেন। ভারত সরকারের শীর্ষ সূত্র ট্রাম্পের এই বক্তব্য নিশ্চিত করেছে। যদিও কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের সিদ্ধান্ত সরাসরি দুই দেশের মধ্যে নেওয়া হয়েছিল।

যুদ্ধবিরতি প্রসঙ্গে বড় দাবি করেছেন বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রি। তিনি বলেন যে শনিবার ১০ মে বিকেলে, পাকিস্তানের ডিজিএমও একটি ফোন কল করেন। সেখানে পরে আলোচনা হয় এবং ঐকমত্য হয়। তিনি বলেন, অন্য কোনও জায়গায় অন্য কোনও বিষয়ে আলোচনা করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বড় ঘোষণা পাকিস্তানেরও

এদিকে যুদ্ধ বিরতির বিষয়ে শিলমোহর দিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার এক্স-এ পোস্ট করেছেন যে পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে, ভারত আক্রমণের ব্যর্থ প্রচেষ্টার জন্য তিনি ক্ষমা চাননি। তিনি আরও দাবি করেন যে পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে এবং আগামী দিনেও চালাবে।

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join