প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জন হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবার পাল্টা কড়া জবাব দিল ভারতের অপারেশন সিঁদুর (Operation Sindoor)। মঙ্গলবার গভীর রাতে মাত্র ২৫ মিনিটের অপারেশনে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯ টি জঙ্গি ঘাঁটি, মৃত্যু হয়েছে প্রায় ১০০ জঙ্গির। এদিকে, পহেলগাঁও গণহত্যার পর সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। তাই গোটা পরিস্থিতি নিয়ে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ।
জরুরী বৈঠকে অমিত শাহ
রিপোর্ট সূত্রে খবর এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিজিপি ও মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।বাংলা ছাড়া জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং সচিবেরা বৈঠকে ছিলেন। জানা গিয়েছে এই বৈঠকে অমিত শাহ দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। এবং সেই বৈঠকেই এই দু’টি বিষয় নিশ্চিত করার জন্যই সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রশাসনগুলিকে কয়েকটি নির্দেশও দেন তিনি।
কোন দুটি বিষয়ের উপর নজর?
এদিন যে দুটি বিষয় প্রশাসনিক বৈঠকের গুরুত্বপূর্ণ ছিল, সেই দুটি বিষয় হল এক সোশাল মিডিয়া বা অন্য যেকোনও মাধ্যম ব্যবহার করে যাতে কেউ বা কারা কোনও ধরনের দেশবিরোধী প্রচার না করতে পারে। এবং দুই, হাসপাতাল, দমকলের মতো জরুরি পরিষেবা এবং সমস্ত ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের সুষ্ঠু পরিবহণে কঠোর নজরদারি রাখা। এছাড়াও এদিনের বৈঠকে তিনি বলেন, বর্তমানে ভারত পাকের যুদ্ধের আবহে মানুষ যাতে অযথা ভয় না পায়, যাতে কোনও ধরনের গুজব না ছড়িয়ে পড়ে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী এবং আধাসেনার প্রত্যক্ষ যোগাযোগ আরও দৃঢ় করারও নিদের্শ দেন তিনি।
আরও পড়ুনঃ KKR-র হারের মূল কালপ্রিটের নাম জানিয়ে দিলেন রাহানে
সমাজমাধ্যমে বার্তা প্রদান অমিত শাহের
ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গ নিয়ে বিস্তারিতভাবে পোস্টও করেছেন অমিত শাহ। লিখেছেন, ‘পাকিস্তান ও নেপালের সঙ্গে যে রাজ্যগুলির সীমান্ত রয়েছে, সেগুলির মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সকলের সুবিধার জন্য তাঁরা অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ ও পরিষেবা সুষ্ঠু রাখেন। এবং যেকোনো মুহূর্তের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, হোম গার্ড এবং এনসিসি-র মতো বাহিনীকে মোকাবিলা করার জন্য সর্বক্ষণ সচেতন থাকতে বলা হয়েছে।’
In the meeting with the Chief Ministers and Lieutenant Governors of border states adjoining Pakistan and Nepal held today, asked the states to maintain the availability of essential goods and services and to keep relief and rescue forces like the SDRF, Civil Defence, Home Guards,… pic.twitter.com/oxbZgZOJMa
— Amit Shah (@AmitShah) May 7, 2025
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |