বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ফ্রান্সের সাথে ঐতিহাসিক চুক্তি ভারতীয় সংস্থা রিলায়েন্স ইনফ্রোর। জানা যাচ্ছে, ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সাথে যৌথভাবে ভারতে ফ্যালকন 2000 জেটগুলি তৈরি করবে অনিল আম্বানির (Anil Ambani) মালিকানাধীন সংস্থা রিলায়েন্স ইনফ্রো। বুধবার এই সংক্রান্ত একটি চুক্তিও সেরে নিয়েছে আম্বানি সংস্থা। আর এই চুক্তিকেই ভারতের ঐতিহাসিক চুক্তি হিসেবেই দেখছেন বহু বিশেষজ্ঞ।
বিরাট সাফল্য ভারতের
বুধবার প্যারিস এয়ার শোতে ভারতে ফ্যালকন 2000 জেট তৈরি নিয়ে বিদেশি সংস্থা দাসোর সাথে হাত মিলিয়েছে অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রো। জানা যাচ্ছে, দুই সংস্থার যৌথ উদ্যোগে এবার ফ্রান্সের বাইরে ভারতে এই প্রথমবারের মতো ফ্যালকন 2000 জেটগুলি তৈরি হতে চলেছে। ফলত, সেদিক থেকে এই চুক্তির তাৎপর্য যথেষ্টই।
বিশেষজ্ঞদের মতে, ফ্রান্সের সংস্থার সাথে অংশীদারিত্বের মাধ্যমে ভারত প্রথমবারের মতো ব্যবসায়িক জেট তৈরি করে এমন দেশ অর্থাৎ আমেরিকা, ফ্রান্স, কানাডা ও ব্রাজিলের মতো রাষ্ট্রগুলির ক্লাবে যুক্ত হল।
কোথায় তৈরি হবে ফ্যালকন 2000 জেটগুলি?
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ফ্রান্সের জনপ্রিয় সংস্থা দাসো ও অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রোর যৌথ উদ্যোগে নাগপুরের কারখানায় তৈরি করা হবে ফ্যালকন 2000 বিমানগুলি। হ্যাঁ, দাসো রিলায়েন্স অ্যারোস্পেস লিমিটেডের অত্যাধুনিক কারখানায় প্রাণ পাবে, ফ্রান্সের ফ্যালকন 2000 অত্যাধুনিক জেটগুলি। যে ঘটনা ভারতের জন্য সত্যিই গর্বের।
ভারতকে বিমান সরবরাহের পরাশক্তি করে তুলবে দাসো
সম্প্রতি দাসো অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও CEO এরিক ট্রাম্পিয়ার জানিয়েছেন, DRAL-কে ফ্যালকন সিরিজের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স বানানো আমাদের মেক ইন ইন্ডিয়া প্রতিশ্রুতির প্রতিফলন। এই চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে ভারতকে বিশ্বব্যাপী বিমান সরবরাহ শৃংখলের একটি শক্তিশালী অংশীদারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে। ফ্রান্সের ওই সংস্থা স্পষ্ট জানিয়েছে, তারা ভারতে শুধুমাত্র ফ্যালকন 2000 জেটগুলির বডি এবং ডানা তৈরি করবে না, সেই সাথে ফ্যালকন 6X ও 8X জেটের সামনের অংশ DRAL কর্তৃক একত্রিত করা হবে।
অবশ্যই পড়ুন: ভারতের বুকে আবারও সোনার ঝলকানি! KGF থেকে ফের উঠবে হাজার হাজার টন হলুদ ধাতু
আত্মনির্ভর ভারত গড়তেই এই পদক্ষেপ
ফ্রান্সের সংস্থার সাথে বিরাট চুক্তি স্বাক্ষরের পর রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি জানান, দাসোর সাথে ফ্যালকন 2000 জেট নিয়ে এই অংশীদারিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত অর্থাৎ মেক ইন ইন্ডিয়া দৃষ্টিভঙ্গিকে বিশ্বের দরবারে তুলে ধরবে। অনিল আম্বানি আরও বলেন, এই চুক্তি শুধুমাত্র দেশের মধ্যেই নয় বরং গোটা বিশ্বে ভারতীয় বিমান শিল্পের জন্য গেম চেঞ্জার প্রমাণিত হবে।