‘চারজন মিলে জামা ছিঁড়ে …!’ দিল্লির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা

Published:

Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ! দুর্গাপুরের ঘটনার বেশ এখনও কাটেনি। তার মধ্যে এবার দিল্লি (Delhi)। এমনকি ফের শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের চেষ্টা। জানা যাচ্ছে, দিল্লির আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাস চত্বরেই এক পড়ুয়াকে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে। এমনকি ওই নির্যাতিতার জামা ছিঁড়ে গোপনাঙ্গে স্পর্শ করা হয়।

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ওই নির্যাতিতা দিল্লির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। ক্যাম্পাস চত্বরে চার যুবক তাঁকে গণধর্ষণের চেষ্টা করেছিল। এমনকি তাঁর জামা ছিঁড়ে দেয় ওই অভিযুক্তরা। পাশাপাশি গোপনাঙ্গেও তারা স্পর্শ করেছে বলে অভিযোগ।

এদিকে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর তিনটে নাগাদ ময়দান গাঢ়হি থানায় পিসিআর এর একটি কল আসে। তারপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে সবকিছু শুনে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি পরে নির্যাতিতার সঙ্গে কথা বলে গণধর্ষণের মামলাও দায়ের করা হয়েছে। নির্যাতিতা বলেছেন, ওরা চারজনই আমার পোশাক ছিঁড়ে ফেলে। এমনকি বাজে ভাবে আমার গোপনাঙ্গে স্পর্শ করে আর গণধর্ষণের চেষ্টা করে।

আরও পড়ুনঃ অভিষেকের নাম নিয়ে লক্ষ লক্ষ টাকার তোলাবাজি! গ্রেফতার ঘাটালের তৃণমূল কাউন্সিলর

উল্লেখ্য, দিল্লির এই বিশ্ববিদ্যালয়টি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিদেশ মন্ত্রকের আওতায়। দক্ষিণ এশিয়ার আটটি দেশের পড়ুয়ারা এখানে পড়াশোনা করে বলে খবর। তবে বর্তমানে ওই বিশ্ববিদ্যালয় চত্বরে নির্মাণ কার্য চলছে। আর সেখানেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এমনটি ঘটনাস্থলের ফুটেজও দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে বিশ্ববিদ্যালয় তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তে সমস্ত রকম ভাবে সহায়তা করছে।

আরওDelhi
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join