দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়া পাবে ১৫০০০ টাকা! নতুন প্রকল্প রাজ্য সরকারের

Published on:

thalliki vandanam

সহেলি মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য রইল দারুণ সুখবর। সেইসঙ্গে সেইসকল পড়ুয়াদের অভিভাবকদের জন্যেও রয়েছে জরুরি খবর যারা টাকার অভাবে সন্তানের পড়াশোনা চালাতে পারছেন না। আসলে রাজ্য সরকারের তরফে এবার এমন এক স্কিম আনা হয়েছে যার অধীনে পড়ুয়াদের ১৫,০০০ টাকা অবধি দেওয়া হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীকে বার্ষিক ১৫,০০০ টাকা দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই প্রকল্পের জেরে লাভবান হবে পড়ুয়ারা। ছেলে, মেয়ে উভয়েই এই টাকা পাবে।

এবার পড়ুয়াদের ১৫,০০০ টাকা দেবে সরকার

আসলে অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষমতায় আসার এক বছর পূর্ণ করছে। সেই কারণেই সরকার ‘তাল্লিকি কি বন্দনম’ প্রকল্পের (Thalliki Vandanam Scheme 2025) জন্য তহবিল প্রকাশ করছে, যা সুপার সিক্স প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা হয়েছিল যে প্রতিটি শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ৬৭,২৭,১৬৪ জন শিক্ষার্থীর মায়েদের নামে মোট ৮,৭৪৫ কোটি টাকা জমা দেওয়া হবে। সরকার বলেছে যে পরিবারে যত সন্তানই থাকুক না কেন, তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীকে বার্ষিক ১৫,০০০ টাকা দেওয়া হবে। সরকারের তরফে জানানো হয়েছে, এই টাকা সরাসরি ছাত্রীর মায়ের অ্যাকাউন্টে পাঠানো হবে। ৬৭ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। অন্ধ্রপ্রদেশের টিডিপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার এক বছর পূর্ণ করার উপলক্ষে এই ঘোষণা করেছে। এই প্রকল্পটি ১৫ আগস্ট থেকে শুরু হবে। ২০২৪ সালের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর দেওয়া কল্যাণমূলক প্রতিশ্রুতির মধ্যে ‘তাল্লিকি বন্দনম হল একটি সুপার সিক্স। সরকারি সচিব কোনা শশীধর এক আদেশে বলেছেন যে সরকার তল্লীকি বন্দনম প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশিকা জারি করেছে। এটি রাজ্য জুড়ে মহিলা অভিভাবকদের ক্ষমতায়নের জন্য পরিকল্পিত একটি প্রধান উদ্যোগ।

আরও পড়ুনঃ স্কুলে দু’দিনের গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তে বিতর্ক, উঠল অন্য দাবি

বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষার্থীদের মায়েদের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি অর্থমন্ত্রী পায়্যাভুলা কেশবকে পরামর্শ দিয়েছেন যে তহবিলের কোনও অভাব না হয় তা নিশ্চিত করতে। এই প্রকল্পটি প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তাছাড়া, সরকার জানিয়েছে যে প্রযুক্তিগত সমস্যার কারণে যদি কোনও নাম না পাওয়া যায়, তবে তাদের আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥