মজুত রাখতে হবে পেট্রোল, ডিজেল? ভারত-পাকিস্তান অশান্তির মধ্যে বড় ঘোষণা ইন্ডিয়ান অয়েলের

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান সংঘাতে (2025 India-Pakistan Standoff) আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশে। 8 মে সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে। বহু মানুষ তো বাজারে হুড়োহুড়ি করছে খাদ্যদ্রব্য, ওষুধপত্র, পেট্রোল-ডিজেল, এমনকি এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করতে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু এর মধ্যে এক আশার বার্তা দিল ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, দেশজুড়ে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক থাকবে। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

সোশ্যাল মিডিয়ার গুজবেই আতঙ্ক?

গত তিনদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ছে যে, জ্বালানি বা রান্নার গ্যাসের সরবরাহ তলানিতে ঠেকতে পারে। আর এই গুজবের পর অনেকেই বেরিয়ে পড়ছেন গাড়ির ট্যাংক ভর্তি করতে বা বাড়ির জন্য এলপিজি সিলিন্ডার মজুদ করতে। এমনকি সীমান্তবর্তী এলাকাতে তো খাদ্য ও ওষুধের দোকানেও ভিড় জমছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ধরনের গুজব পুরোপুরি ভুয়ো বা ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইন্ডিয়ান অয়েল কী বলছে?

সম্প্রতি ইন্ডিয়ান অয়েলের একটি বিবৃতিতে বলা হয়েছে, আমাদের কাছে দেশজুড়ে পর্যাপ্ত পরিমাণ জ্বালানির মজুত রয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমাদের সরবরাহ লাইনে কোনোরকম ব্যাঘাত ঘটেনি। পেট্রোল-ডিজেল এবং এলপিজি, সব আউটলেটেই খুব সহজে পাওয়া যাবে।

এদিকে বর্তমানে ভারত জুড়ে প্রায় 96 হাজার ফুয়েল রিটেইল অউটলেট রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ান অয়েলই পরিচালনা করে 40 হাজার আউটলেট। ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম মিলিয়ে পরিচালনা করে আরও 24 হাজার ফুয়েল স্টেশন। এছাড়া বেসরকারি সংস্থার হাতে রয়েছে 9 হাজার আউটলেট। শুধু তাই নয়, গোটা দেশে রান্নার গ্যাসের জন্য 25 হাজারের বেশি ডিস্ট্রিবিউটর রয়েছে, যার মধ্যে 13 হাজার শুধুমাত্র ইন্ডিয়ান ওয়ালেরই অধীনস্থ।

আরও পড়ুনঃ রোহিতের পথে হেঁটেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত বিরাট কোহলির! মাথায় হাত BCCI-এর

প্রসঙ্গত জানিয়ে রাখি, 8 মে রাত থেকে পাকিস্তান ড্রোন এবং অস্ত্রশস্ত্র ব্যবহার করে ভারতের উপর আঘাত হানার চেষ্টা করছে। তবে ভারতীয় সেনারা কার্যত তাদের গুঁড়িয়ে দিয়েছে। অনেক এলাকায় ব্ল্যাকআউটও জারি হয়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং সশস্ত্র বাহিনী সময়মতো প্রস্তুত থাকায় সেরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group