‘অপারেশন সিঁদুর ২ যদি হয় …’ পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের

Published:

upendra dwivedi
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ‘মানচিত্রতে থাকতে চায় কি চায় না পাকিস্তান?’ কার্যত এমন ভাষাতেই পড়শি দেশকে আক্রমণ করলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। একদিকে যখন অপারেশন সিঁদুর নিয়ে ব্যাপক আলোচনা চলছে সমগ্র বিশ্বে, তখন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নতুন করে পাকিস্তানকে সরাসরি সতর্ক করে দিয়েছেন। এক কথায় পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি সেনাপ্রধানের

সেনা প্রধান বলেছেন যে, ‘যদি অপারেশন সিঁদুর ২ (Operation Sindoor) ঘটে, তাহলে ভারত মোটেও সংযম দেখাবে না। পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই ভূখণ্ডের মধ্যে থাকতে চায় কিনা। যদি তারা থাকতে চায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।’ তিনি বলেছেন যে এবার, সমস্ত প্রমাণ বিশ্বকে দেখানো হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

সেনাপ্রধান বলেছেন যে অপারেশন সিঁদুর কেবল একটি সেনা অভিযান ছিল না, এটি সমগ্র জাতির জন্য একটি লড়াই ছিল। তিনি বলেছেন যে দেশটি একসাথে এই অভিযানকে গ্রহণ করেছে এবং লাল কেল্লায় এর পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবারও, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং বলেছেন যে অপারেশন সিঁদুর থেকে সমগ্র বিশ্বের শিক্ষা নেওয়া উচিত। এদিন বায়ুসেনা দিবসের আগে এক সংবাদ সম্মেলনে, বায়ুসেনা প্রধান বলেছেন যে অপারেশন সিঁদুর তিন সশস্ত্র বাহিনীর মধ্যে চমৎকার সমন্বয়ের একটি উদাহরণ।

অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্ত পাকিস্তান

অভিযানের সময় পাকিস্তানের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তাদের রাডার, নিয়ন্ত্রণ কেন্দ্র, রানওয়ে এবং হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। এয়ারবর্ন ওয়ার্নিং সিস্টেম (AWACS) এবং বেশ কয়েকটি যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ুসেনা প্রধান আরও বলেছেন যে তিনটি বাহিনীই এখন দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, “সুদর্শন চক্র” নিয়ে কাজ করছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘোষণা করেছেন।

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join