সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে বহু মানুষের কাছে নিজস্ব চার চাকার গাড়ি রয়েছে। তবে অনেক সময় দেখা যায় এই গাড়ি নিয়ে অনেকে সমস্যায় পড়তে হয়। যেমন বিশেষ করে যাদের বদলির চাকরি তাদের নিজস্ব গাড়ি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশ ঝক্কি পোহাতে হয়। যেমন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সময়, গাড়িটি পুনরায় রেজিস্টার করতে হয়। এর ফলে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও এই অসুবিধা এড়াতে, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (MoRTH) ২০২১ সালে ভারত (BH) সিরিজের নম্বর প্লেট চালু করে।
BH সিরিজের নম্বর প্লেট কী?
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (MoRTH) তাদের জন্য এই পরিষেবা শুরু করেছে যারা কাজের কারণে বারবার বদলি হন। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সময় গাড়ির পুনঃনিবন্ধন এড়াতে BH সিরিজ চালু করা হয়। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে কারা এই ধরনের নাম্বার প্লেট পেতে পারবেন এবং কিভাবে আবেদন করা যাবে সে সম্পর্কে।
মোটরযান আইনের অধীনে, একটি গাড়ি কেবল ১২ মাসের জন্য নিবন্ধন ছাড়াই একটি নতুন রাজ্যে চালানো যেতে পারে। নতুন রাজ্যে যাওয়ার পরে যদি গাড়িটি পুনরায় নিবন্ধিত না করা হয়, তাহলে মোটা অঙ্কের জরিমানা আরোপ করা যেতে পারে। যারা তাদের চাকরিতে ঘন ঘন বদলি হন তাদের জন্য এই নিয়মটি খুবই ঝামেলার। এটি এড়াতে, BH সিরিজের বিকল্পটি চালু করা হয়েছে।
যোগ্যতা
রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী
প্রতিরক্ষা খাতের কর্মীরা
ব্যাংক কর্মচারী
প্রশাসনিক পরিষেবা কর্মীরা
চারটির বেশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অফিস আছে এমন বেসরকারি সংস্থার কর্মচারী
আবেদন প্রক্রিয়া
- MoRTH-এর বাহন পোর্টালে লগইন করুন।
- বাহন পোর্টালে Form 20 পূরণ করতে হবে।
- চারটির বেশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অফিস থাকা বেসরকারি খাতের কর্মচারীদের Form 60 জমা দিতে হবে এবং কাজের শংসাপত্রের সাথে তাদের কর্মচারী পরিচয়পত্র প্রদান করতে হবে।
- রাজ্য কর্তৃপক্ষ মালিকের যোগ্যতা যাচাই করবে।
- আবেদনের সময় সিরিজ টাইপের ‘BH’ নির্বাচন করুন।
- প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন, যেমন কাজের সার্টিফিকেট (ফর্ম ৬০) অথবা অফিসিয়াল আইডি কার্ডের একটি কপি।
- আঞ্চলিক পরিবহন অফিস (RTO) BH সিরিজ অনুমোদন করবে।
- অনলাইনে ফি বা মোটরযান কর প্রদান করুন।
- এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে, যানবাহন পোর্টালটি ভারতের সকল রাজ্যের জন্য প্রযোজ্য এলোমেলো ক্রমে BH সিরিজের নিবন্ধন নম্বর তৈরি করবে।
সুবিধা এবং অসুবিধা
BH নম্বর প্লেট পাওয়ার অনেক সুবিধা রয়েছে। যদি আপনার চাকরিতে ঘন ঘন বদলি হয়, তাহলে এই বিকল্পটি ব্যবহার করা যেতে পারে। এটি অন্য রাজ্যে যাওয়ার সময় পুনঃনিবন্ধনের খরচ বাঁচায়। একই সাথে, BH সিরিজের বৈধতা সমগ্র ভারত জুড়ে, তাই আপনার কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।
অসুবিধাগুলির কথা বলতে গেলে, এটি শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিদের জন্য। সকলেই এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন না।












