কবে দেশের বুক চিড়ে ছুটবে প্রথম বুলেট ট্রেন? যা জানালেন রেলমন্ত্রী

Published on:

Ashwini Vaishnaw opens up about India bullet train project

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে শেষ হবে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ? ঠিক কবে নাগাদ ভারতীয় রেলপথের বুক চিড়ে ছুটবে বুলেট ট্রেন? দেশের প্রথম রেল প্রকল্প মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন রুট নিয়ে এমন নানান প্রশ্ন তুলছেন দেশবাসী। শত হোক, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প বলে কথা। অবশেষে দেশবাসীর অধীর অপেক্ষায় সাড়া দিয়ে বুলেট ট্রেন প্রকল্প প্রসঙ্গে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নিয়ে মুখ খুললেন রেলমন্ত্রী

দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প অর্থাৎ মুম্বই থেকে আহমেদাবাদ রুট প্রসঙ্গে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই বুলেট ট্রেন প্রকল্পটি যথেষ্ট জটিল এবং সময় সাপেক্ষ।

প্রযুক্তিগত দিক থেকেও এর কাজ অতটাও সহজ নয়। ট্র্যাক, বৈদ্যুতিক সিগন্যালিং, টেলি যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য অন্যান্য সমস্ত নির্মাণ কাজ শেষ হলে তবেই ভারতের বুক চিড়ে ছুটবে বুলেট ট্রেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিন বুলেট ট্রেন প্রকল্প নিয়ে কথা বলতে বলতেই রেলমন্ত্রী জানান, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন রুটে মূলত মুম্বই থেকে শুরু করে থানে, ভিরার, বোইসার, ভেপি, বিলিমোর, সুরাট, ভারুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতি মিলিয়ে মোট 12টি স্টেশন পরিকল্পনা চলছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এও বলেন, মুম্বই থেকে আহামেদাবাদ বুলেট ট্রেন রুটে এখনও পর্যন্ত মোট 78,839 কোটি টাকা ব্যয় করা হয়েছে। যদিও এদিন রেলমন্ত্রী জানিয়েছিলেন, জমি অধিগ্রহণের জন্যই এই প্রকল্পে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আপাতত মহারাষ্ট্রে জমি অধিগ্রহণের জট কাটিয়ে এগোচ্ছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ।

অবশ্যই পড়ুন: বাংলাদেশে না গিয়েও ঢাকায় ACC-র বৈঠকে অংশ নিচ্ছে BCCI, কবে গড়াবে এশিয়া কাপ?

প্রসঙ্গত, রেলমন্ত্রীর কথা অনুযায়ী, MAHSR প্রকল্পের জন্য ইতিমধ্যেই 1389 হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। তাছাড়াও পিয়ার নির্মাণ থেকে শুরু করে 319 কিলোমিটার গার্ডার নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। রেলমন্ত্রীর সংযোজন, ইতিমধ্যেই সমুদ্রের তলদেশের টানেল নির্মাণের কাজ শুরু হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর কথা মতো অনেকেই আশা করছেন খুব শীঘ্রই, সমুদ্রের তলদেশে টানেল নির্মাণের কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাবে। আর তা হয়ে গেলেই বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের পথও অনেকটাই প্রশস্ত হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group