কনস্টেবলের জন্মদিনে বার ডান্সারের সঙ্গে অশ্লীল নাচ পুলিশের ASI-র! ভাইরাল ভিডিও

Published on:

ASI Suspended

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি মধ্যপ্রদেশের দতিয়ায় পুলিশ কর্মীদের এক পার্টিকে ঘিরে চরম বিতর্ক ছড়িয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানে নাচে গানে মেতে ওঠা এক ভিডিও ছড়িয়ে পড়তেই চরম শাস্তির মুখে পড়েছেন দুই পুলিশ কর্মী। অভিযুক্ত এক এএসআই এবং এক কনস্টেবল, দুজনকেই সাসপেন্ড করে দিয়েছে পুলিশ প্রশাসন।

কী ঘটেছিল সেই রাতে?

আসলে এই ঘটনাটি দতিয়া জেলার সদর শহরের একটি হোটেলে ঘটে। গত 2 সেপ্টেম্বর কনস্টেবল রাহুল বউদ-এর জন্মদিন উপলক্ষে একটি পার্টি আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সিভিল লাইনস থানার এএসআই সঞ্জীব গৌড়। সেখানেই গান বাজার শুরুতেই তাঁকে দেখা যায় একেবারে অন্য ভঙ্গিতে। দুই নিত্য শিল্পী, বলা ভালো বার ডান্সারের সঙ্গে উত্তেজক ভঙ্গিতে বলিউড গানে কোমর দোলাতে থাকেন তিনি। আর মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

কড়া ব্যবস্থা প্রশাসনের

তবে ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত হন দতিয়া জেলার পুলিশ সুপার সুরজ বর্মা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশ বিভাগের ভাবমূর্তিকে নষ্ট করে এরকম কোনও কাজ বরদাস্ত করা যাবে না। তদন্তের পর কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই সঞ্জীব গৌড় এবং কনস্টেবল রাহুল বউদকে সাসপেন্ড করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১০,০০০ টাকা! নয়া স্কিম ঘোষণা রাজ্যের

তবে এটি প্রথমবার নয়, সম্প্রতি শিবপুরী জেলাতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে ভাঁওতি থানায় এএসআই জিতেন্দ্র যাদবকে বরখাস্ত করে দেওয়া হয়। কারণ একটি ভিডিওতে দেখা গিয়েছিল যে তিনি এক গ্যাংস্টারের সঙ্গে নাচছেন। গানটিতে এও ইঙ্গিত ছিল যে একজন আন্ডারট্রায়াল কীভাবে জেল থেকে পালালো। আর সেই ঘটনায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় পুলিশ সুপার অমন সিং রাঠোর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥