সৌভিক মুখার্জী, কলকাতা: আজ 31 অক্টোবর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) মৃত্যুবার্ষিকী। 1984 সালে এই দিনেই তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর সেই উপলক্ষে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং অন্যান্য কংগ্রেসের নেতারা এদিন ইন্দিরা গান্ধীর সমাধি পরিদর্শন করেন এবং তাঁকে শ্রদ্ধা জানান। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, তাঁর সমাধিতে এক বিরাট পাথর স্থাপন করা। কিন্তু এই পাথরের পিছনে কী বিশেষত্ব রয়েছে? অনেকেই এ বিষয়ে অবগত নন। আজকের প্রতিবেদনে এই পাথরের রহস্য সম্পর্কে জানাবো।
কেন বসানো হল এত বড় পাথর?
আসলে দিল্লি রাজঘাটের শক্তিস্থলে ইন্দিরা গান্ধীর সমাধিতে স্থাপিত এই পাথরটি উড়িষ্যা থেকে আনা হয়েছিল। আর এর পেছনে একটি আকর্ষণীয় গল্প রয়েছে। জানা যায়, এই বিশাল পাথরটির ওজন 25 টন। যখন ইন্দিরা গান্ধীর স্মৃতিস্তম্ভ তৈরির কথা আলোচনা করা হচ্ছিল, তখনই তাঁর শক্তির প্রতীক হিসেবে এই পাথর আনার কথা বলা হয়। মূলত লৌহ নারীর প্রতিচ্ছবি প্রতিফলিত করে তোলার জন্যই এই ভাবাবেগ।
বলাবাহুল্য, শিলাটি উড়িষ্যার সুন্দরগড়ের খনি থেকে তোলা হয়েছিল। আর এটি প্রথমে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের বারসুয়ান খনিতে ছিল। তখন ভূতাত্ত্বিক জরিপ অফ ইন্ডিয়ার পরিচালক শৈলেন মুখার্জী পাথরটিকে দিল্লিতে আনার পরামর্শ দিয়েছিল। এমনকি এই বিশেষ পাথরটি উড়িষ্যা থেকে ট্রেনে করেই আনা হয়েছিল। এরপরই ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী পুপুল জয়করের সম্মতিতে তাঁর স্মৃতিস্তম্ভতে এটি স্থাপন করা হয়।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক আদালতে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ! বড় চাল শেখ হাসিনার
কী বিশেষত্ব এই পাথরের?
এই বিরাট পাথরটি বেছে নেওয়ার পেছনে বেশ কিছু কারণও রয়েছে। ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে জানা যায় যে, এটি কংগ্রেস দলের নির্বাচনের প্রতীকের মতো দেখতে। এমনকি এতে একটা ছিদ্র করা গর্ত আছে যা ইন্দিরা গান্ধীর শরীরে বিদ্ধ সেই বুলেটকে উজ্জীবিত করে তোলে। এমনকি পাথরটি হালকা লাল রংয়ের হওয়ায় কর্মকর্তাদের আরও আকর্ষণ করেছিল। সে কারণেই এখনও পর্যন্ত ইন্দিরা গান্ধীর স্মৃতিস্তম্ভে এই বিশেষ পাথরটিকে দেখা যায়।












