সহেলি মিত্র, কলকাতা: আমেদাবাদ বিমান দূর্ঘটনায় রেশ কাটতে না কাটতেই দেশে ফের একবার বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। এবার ঘটনাস্থল কেদারনাথ। রবিবার সকালে কেদারনাথের কাছে গৌরীকুণ্ডে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে (Kedarnath Helicopter Crash)। ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এতে পাইলট সহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হেলিকপ্টারটিতে মোট ৭ জন ছিলেন।
কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার
প্রাথমিক তথ্যে খারাপ আবহাওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গৌরীকুণ্ড থেকে উদ্ধারকারী দলও পাঠানো হচ্ছে। হেলিকপ্টারটি আরিয়ান এভিয়েশন কোম্পানির। দুর্ঘটনার বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুখঃপ্রকাশ করেছেন। তিনি বলেছেন- ‘রুদ্রপ্রয়াগে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আমি সকল যাত্রীদের নিরাপদে থাকার কামনা করি।’
অনেকের মৃত্যুর আশঙ্কা
হেলিকপ্টার নোডাল অফিসার রাহুল চৌবে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং রাজওয়ার হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। গৌরীকুণ্ডে থাকা নেপালি বংশোদ্ভূত মহিলারা হেলিকপ্টার বিধ্বস্তের খবর জানিয়েছেন। তথ্য অনুসারে, মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন মারা গেছেন। এক দম্পতি এবং তাদের ২৩ মাস বয়সী শিশুও অন্তর্ভুক্ত রয়েছে, জয়সওয়াল পরিবার মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গেছে। দুজন স্থানীয়, বিনোদ নেগি এবং বিক্রম সিং রাওয়াত অন্তর্ভুক্ত।
আরও পড়ুনঃ এ কি করে বসলেন শেহবাজ শরীফ? শেষ পর্যন্ত ‘Condom’! নাক কাটা গেল পাকিস্তানের
বিক্রম সিং রাওয়াত ছিলেন বিকেটিসির কর্মচারী। নিহতদের মধ্যে রয়েছেন রাজকুমার জয়সওয়াল, শ্রদ্ধা জয়সওয়াল, কাশী জয়সওয়াল, তুষ্টি সিং, বিনোদ, বিক্রম সিং এবং ক্যাপ্টেন রাজীব। মৃতদেহগুলি মারাত্মকভাবে পুড়ে গেছে বলে জানা গেছে। বলা হচ্ছে যে হেলিকপ্টারটি গৌরী মাই খার্কের উপরে জঙ্গলে পড়ে গেছে। এর আগে, ৭ জুন, কেদারঘাটির বাদাসুর হেলিপ্যাড থেকে কেদারনাথের উদ্দেশ্যে উড্ডয়নের সময়, হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং পাইলট।