রাজধানী সহ দুই ট্রেনকে পাল্টে দেওয়ার চেষ্টা, ভয়াবহ নাশকতার ছক বানচাল

Published on:

Rajdhani Express

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা! রেললাইনে (Indian Railways) ছড়ানো হয়েছে বিদ্যুতের তার, আর তার উপরে কাঠের টুকরো। কি শুনতে অবাক লাগছে? আসলে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। তাও নাকি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুই এক্সপ্রেস ট্রেনকে কেন্দ্র করে। তাহলে কি আবারও নাশকতার চেষ্টা?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, উত্তরপ্রদেশের হরদোই জেলার ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝামাঝি রেলপথে গত সোমবার সন্ধ্যাবেলা এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) ও কাঠগোদাম এক্সপ্রেস। চালকদের তৎপরতাতেই এই দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর।

রাজধানী এক্সপ্রেসের পথ আটকে লাইনে কাঠ এবং তার

সোমবার সন্ধ্যাবেলা রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের দিকে এগোচ্ছিল। আর ঠিক সেই সময় চালকের চোখে পড়ে লাইনের উপরে কিছু পড়ে আছে। পরে আঁচ করতে পারা যায়, বিদ্যুতের তার জড়ানো একাধিক কাঠের টুকরো লাইনের উপর বিছানো। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চালক বুঝতে দেরি করেননি। তাৎক্ষণিক ইমার্জেন্সি ব্রেক কষে দেন। আর ট্রেনও থেমে যায়। আর সে যাত্রায় রক্ষা পান হাজার হাজার যাত্রী। ততক্ষণে পুরো বিষয়টি ট্রেন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন চালক। লাইনের উপর থেকে বিপদজনক বাধা সরিয়ে 10 মিনিটের মাথায় আবার চলতে শুরু করে রাজধানী এক্সপ্রেস।

পাতা ছিল আরও ফাঁদ

তবে না এখানেই শেষ নয়। একই লাইনে বেশ কিছুক্ষণ পর আসছিল লখনৌগামী কাঠগোদাম এক্সপ্রেস। সেই ট্রেনটির চালকেরও চোখে পড়ে লাইনে বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষে দেন চালক। ট্রেন থেমে যাওয়ায় ভয়াবহ বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।

আরও পড়ুনঃ গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার

তদন্ত রেল পুলিশ

সূত্রের খবর, এই দুই ট্রেনের চালক সঙ্গে সঙ্গে বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানিয়েছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং আরপিএফ ও জিআরপি কর্মীরা। তবে রেলের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রেল পুলিশ জানিয়েছে, এটি সম্ভাব্য কোনও নাশকতার চক্র এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group