অর্ধেক মাসই ছুটি, আগস্টে দেশের একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক! রইল তালিকা

Published on:

August Bank Holiday in India List

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন আগস্টে স্থানীয় উৎসব সহ জাতীয় সরকারি ছুটি মিলিয়ে বেশ কিছুদিন ভারতের বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রিপোর্ট অনুযায়ী, এই দিনগুলিতে সরকারি এবং বেসরকারি উভয় ব্যাঙ্কের ক্ষেত্রেই কার্যত কোনও পরিষেবাই পাবেন না গ্রাহকরা।

কাজেই, সমস্যায় পড়তে না চাইলে ভারতের কোন রাজ্যগুলিতে কোন কোন দিন ব্যাঙ্কিং পরিষেবা পরিষেবা বন্ধ থাকবে, নিচে দেওয়া তালিকা থেকে তা দেখে নিন এক নজরে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগস্টের কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ?

3 আগস্ট, ত্রিপুরা: ভারতের পড়শি রাজ্য ত্রিপুরায় প্রতি বছরই ধুমধাম করে পালিত হয় কের পুজো। এ বছরও সেই নিয়মের অন্যথা হবে না। মূলত সেই কারণেই, এই বিশেষ পুজো উপলক্ষ্যে আগামী 3 আগস্ট ত্রিপুরায় বন্ধ থাকবে একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক।

8 আগস্ট, সিকিম ও ওড়িশা: উত্তর পূর্ব ভারতের লেপচা জনগোষ্ঠীর বিশেষ উৎসব Tendong Lho Rumfaat উপলক্ষ্যে আগামী 8 আগস্ট সিকিম ও ওড়িশায় বন্ধ থাকবে একাধিক ব্যাঙ্ক।

9 আগস্ট, প্রায় সব রাজ্য: এবছর 9 আগস্ট পড়েছে রাখি বন্ধন উৎসব। যা প্রায় দেশের সর্বত্রই পালিত হয়। মূলত সেই কারণেই ভারতের প্রায় বেশিরভাগ রাজ্যেই এই দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

13 আগস্ট, মণিপুর: দেশ প্রেমিক দিবসের কারণে আগামী 13 আগস্ট মণিপুরে বন্ধ থাকবে একাধিক ব্যাঙ্ক।

15 আগস্ট, গোটা দেশ: 15 আগস্ট স্বাধীনতা দিবস। এদিন গোটা দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে। এ বছরও সেই নিয়মের অন্যথা হবে না।

16 আগস্ট, একাধিক রাজ্য: চলতি বছর 16 আগস্ট পড়েছে জন্মাষ্টমী। তাই এই দিন দেশের প্রায় সব রাজ্যেই সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে বলেই খবর। এছাড়াও এই একই দিনে পার্সি নববর্ষও রয়েছে। যা মূলত গুজরাত ও মহারাষ্ট্রে বিশেষ জনপ্রিয়।

26 আগস্ট, কর্ণাটক ও কেরালা: আসন্ন 27 আগস্ট পঞ্জিকা অনুযায়ী পড়েছে গণেশ চতুর্থী। তবে তার আগের দিন অর্থাৎ 26 আগষ্ট গণেশ জির পুজো হয় বেশ কিছু রাজ্যে। সেই উপলক্ষ্যেই এদিন কর্ণাটক এবং কেরালায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

অবশ্যই পড়ুন: ৬ সপ্তাহের বিশ্রাম পন্থের! ঋষভের জায়গায় ঈশান কিষাণকে সুযোগ দিতে পারে BCCI

27 আগস্ট, 26 আগস্টের একদিন পর গণেশ চতুর্থী পালিত হবে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, পাঞ্জাব, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ আরও বেশ কয়েকটি রাজ্যে। মূলত সে কারণেই এই দিন উল্লিখিত রাজ্যগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।

28 আগস্ট, নওয়াখাই কৃষি উৎসব উপলক্ষ্যে ওড়িশা, পাঞ্জাব ও সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে বলেই দাবি করছে জাগরন ডট কম। তালিকায় নাম থাকতে পারে ছত্তিশগড়েও!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group