‘শীঘ্রই ভারতের অংশ হবে PoK!’ রাজনাথের বক্তব্যকে সমর্থন জানাল বালুচিস্তান

Published on:

Balochistan On Rajnath Statement baloch leader supports Defence Minister statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরক্কোর মাটিতে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় মন্তব্য করেছিলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি ছিল, খুব শীঘ্রই POK ভারতের অংশ হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনও আক্রমণের প্রয়োজন পড়বে না। প্রতিরক্ষা মন্ত্রীর সেই বক্তব্যকে এবার সরাসরি সমর্থন জানালেন বালুচিস্তানের শীর্ষস্থানীয় নেতারা। সদ্য বিবৃতি জারি করে বালুচ নেতা মির ইয়ার বালুচ বলেছেন, বালুচিস্তান প্রজাতন্ত্র ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতির প্রশংসা করে (Balochistan On Rajnath Statement)।

ঠিক কোন কারণে প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করল বালুচরা?

রবিবার দুদিনের সফরে মরক্কো পৌঁছেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। সেখানে গিয়ে প্রথমেই মরক্কোয় বসবাসকারী ভারতীয়দের সাথে দেখা করেন তিনি। তাঁদের সাথে আলাপকালে প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতে সাথে জুড়ে যাবে। কারণ, POK এর বাসিন্দারাই ভারতের অংশ হতে চেয়ে আওয়াজ তুলছেন। তারা আর পাকিস্তানের অধীনে থাকতে চান না!

মঙ্গলবার, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে করা মন্তব্যকে স্বাগত জানিয়েছে বালুচিস্তান। সদ্য সোশ্যাল মিডিয়ায় বালুচ নেতা মির ইয়ার বালুচ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন বালুচিস্তান প্রজাতন্ত্র তার প্রশংসা করে। আমরা রাজনাথ সিং এর সাম্প্রতিক নীতি, বিবৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং সমর্থন করি। সেখানে যা বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হতে খুব বেশি সময় লাগবে না।

বালুচ নেতার তরফে আরও লেখা হয়, পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত ও উগ্র সেনাবাহিনীর অবৈধ দখলের অধীনে POK এর জনগণ দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তানের সেই আধিপত্য ধ্বংস করতে ভারতের তরফে এটাই সঠিক পদক্ষেপ। ওই বিবৃতিতে আরও জানানো হয়, বালুচিস্তান প্রজাতন্ত্র তার যুক্তিসঙ্গত উদ্দেশ্যে ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বিশ্বাস করি, ভারত ফের পাক অধিকৃত কাশ্মীর দখল করবে। অন্ত:সীমান্ত সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি পাকিস্তানের প্রক্সি যুদ্ধের নেটওয়ার্কও ধ্বংস করবে ভারত।

অবশ্যই পড়ুন: নতুনরূপে সাজবে ইডেন! বাড়বে আসন? CAB সভাপতি হয়েই বড় ভাবনা সৌরভের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইয়ার বালুচের ওই পোস্টের শেষ অংশে লেখা, 370 ধারা বাতিলের ক্ষেত্রে ভারত যেমন সাহসিকতা দেখিয়েছে, আমরা নিশ্চিত যে নয়াদিল্লি ঠিক তাদের নিজস্ব ভূখণ্ড ফিরে পাওয়ার মধ্যে দিয়ে বালুচ, সিন্ধি এবং পশতুন দেশগুলিকে পাকিস্তানের নিপীড়নমূলক শাসন থেকে মুক্ত করবে। এই জাতীয় ঐতিহাসিক সিদ্ধান্তগুলি গোটা বিশ্বে প্রশংসিত হওয়ার যোগ্য। বিশ্লেষকদের মতে, স্বাধীনতার স্বার্থে পাকিস্তান সরকারের নিপীড়ন এবং অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে আজও লড়াই চালিয়ে যাচ্ছে বালুচিস্তানের বাসিন্দারা। তাই পাকিস্তান বিরোধী যেকোনও কাজে ভারতকে সমর্থন করবে তারা! সে কারণেই প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যকেও একেবারে বুকে টেনে নিয়েছে বালুচিস্তান।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥