স্কুলে নিষিদ্ধ হোক ‘বন্দে মাতরম’! সরকারের কাছে দাবি কাশ্মীরের মুসলিম সংগঠনের

Published:

Vande Mataram Ban
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: জম্মু কাশ্মীরের ধর্মীয় সংগঠন মুত্তাহিদা মজলিস-ই-উলেমা এবার সরকারকে ‘বন্দে মাতরম’ গাওয়ার বাধ্যতামূলক আদেশ প্রত্যাহারের (Vande Mataram Ban) দাবি জানাল। তাদের যুক্তি, জাতীয় সংগীতের কিছু অংশ ইসলামী বিশ্বাসের পরিপন্থী। হ্যাঁ, বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে, জম্মু-কাশ্মীর সরকারের সংস্কৃতি বিভাগ দ্বারা জারি করা নির্দেশিকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন উদ্বেগ কাজ করছে এবং ‘বন্দে মাতরম’ গাওয়া বা আবৃতি করা ইসলাম বিরোধী। কারণ, এতে এমন হিন্দুত্ব ভক্তির প্রকাশ পায়, যা ইসলামের মৌলিক বিশ্বাস এবং আল্লাহর একাকিত্বের পরিপন্থী।

কী বলা হল বিবৃতিতে?

ওই বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ইসলাম কোনও কাজের অনুমতি দেয় না কিংবা স্রষ্টা ছাড়া অন্য কারোর উপাসনা বা শ্রদ্ধা প্রদর্শনও করে না। মুত্তাহিদা মজলিস-ই-উলেমার তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, মুসলমানদের তাদের দেশকে ভালবাসতে এবং সেবা করতে শেখানো হয়। এমনকি ভক্তিই তাদের সেবা, করুণা আর সমাজে অবদানের মাধ্যমে প্রকাশ করা উচিত। বিশ্বাসের বিরুদ্ধে যায় এরকম কোনও কাজ ইসলাম ধর্মে শোভা পায় না। সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, মুসলিম ছাত্র কিংবা প্রতিষ্ঠানগুলিকে তাদের ধর্মীয় বিশ্বাসের বিপরীতে গিয়ে কার্যকলাপে অংশগ্রহণ করতে বাধ্য করা হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এদিকে ওই সংস্থা সরকারের নির্দেশকে সাংস্কৃতিক উৎসবের আড়ালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে আরএসএস অনুপ্রাণিত হিন্দুত্ববাদী মতাদর্শ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বলেই দাবি করছে। তাদের বক্তব্য, এই পদক্ষেপ মুসলিম ধর্মের মধ্যে ঐক্য আর বৈচিত্রের ভাঙন ঘটাচ্ছে। মুসলিম ছাত্ররা কোনওভাবেই ধর্মীয় বিশ্বাসের বিপরীতে যাবে না।

এমনকি এমএমইউ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং ও মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর নেতৃত্বাধীন প্রশাসনের কাছে জবরদস্তিমূলক আদেশ প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনটি চায় না যে, কোনও ছাত্রকে তাদের প্রতিষ্ঠানকে তাদের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হোক। সে কারণেই অবিলম্বে এই ‘বন্দে মাতরম’ সংগীত প্রত্যাহার করা হবে বলেই অনুমান।

আরও পড়ুনঃ আজ থেকে চালু হল SIR-র অনলাইনে ফর্ম পূরণ, কীভাবে করবেন জেনে নিন

দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক

বলাবাহুল্য, ‘বন্দে মাতরম’ আদেশের প্রত্যাহার সাম্প্রতিক বিষয় নয়, বরং এটি ধারাবাহিক বিতর্ক। ১৯৩৭ সালের অক্টোবর মাসে ব্রিটিশরা ‘বন্দে মাতরম’ নিষিদ্ধ করেছিল। যদিও ১৯৪৭ সালে স্বাধীনতার পর তা আবার প্রত্যাহার করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, জন্মু-কাশ্মীরের মতো কিছু রাজ্যে এই ‘বন্দে মাতরম’ গান গাওয়ার বাধ্যবাধকতা নিয়ে বিভিন্ন রকম বিতর্ক দেখা যাচ্ছে। তারই জলজ্যান্ত উদাহরণ এই মুত্তাহিদা মজলিস-ই-উলেমার দাবি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join