ফের বিশ্বাসঘাতকতা বাংলাদেশের! ইউনূসের চ্যাংড়ামিতে ১৮০০০০০০০০ টাকার ক্ষতি ভারতের

Published on:

Bangladesh betrays India again losses will be 180 crore rupees

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে ফের বিশ্বাসঘাতকতা করল বাংলাদেশ (Bangladesh)! হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতকে টপকে চিন, পাকিস্তানের মতো রাষ্ট্রগুলিকে কাছে টেনেছে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার। এমতাবস্থায়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অধীনে থাকা কলকাতা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্সকে দেওয়া মোটা অঙ্কের অর্ডার বাতিল করল ইউনূসের নেতৃত্বাধীন সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের বিশ্বাসঘাতক বাংলাদেশকে চিনল ভারত

শেখ হাসিনা সরকারের পতন হতে তখনও বেশ কয়েক সপ্তাহ বাকি, ঠিক সেই সময়ে তৎকালীন বাংলাদেশ সরকারের তরফে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্সকে একটি অত্যাধুনিক ওশান গোয়িং টাগ জাহাজ নির্মাণের অর্ডার দেওয়া হয়েছিল। মূলত বাংলাদেশ নৌবাহিনীর তরফে এই বিরাট অর্ডার পেয়েছিল ভারত।

তবে হাসিনা সরকার ক্ষমতা হারাতেই ভারতের সাথে ক্রমশ সম্পর্ক তলানিতে ঠেকেছে ওপার বাংলার। এবার সেই সূত্র ধরেই ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করল বাংলাদেশ। জানা যাচ্ছে, প্রায় 21 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 180 কোটি টাকার জাহাজ নির্মাণের ওই অর্ডারটি বাতিল করে দিয়েছে ইউনূস সরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের তরফে ওশান গোয়িং টাগ জাহাজ নির্মাণের অর্ডার পেতেই কলকাতা ভিত্তিক গার্ডেনরিচ শিপবিল্ডার্স সংস্থার শেয়ার তরতর করে বেড়েছিল। তবে বাংলাদেশের বেইমানিতে এবার মোটা অঙ্কের ক্ষতি হতে চলেছে এই সংস্থার।

জানা যাচ্ছে, বাংলাদেশের তরফে অর্ডার পাওয়ার বছরখানেকের মধ্যেই জাহাজের বরাত বাতিল করল ইউনূস সরকার। বুধবার ভারতের স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ের সময় এই কথা জানিয়েছে শহরের ওই সংস্থা। রিপোর্ট বলছে, বাংলাদেশের তরফে জাহাজের অর্ডার বাতিল হওয়ার পরই বৃহস্পতিবার সকালে কোম্পানির শেয়ার বড়সড় ধাক্কা খেয়েছে।

কেন বাতিল করা হল জাহাজের অর্ডার?

হাসিনা সরকারের আমলে কলকাতা ভিত্তিক সংস্থাকে দেওয়া দানব আকৃতির জাহাজের অর্ডার আচমকা বাতিল হতেই, প্রশ্ন উঠছে ঠিক কোন কারণে ভারতে দেওয়া বরাত বাতিল করল বাংলাদেশ? সেই সূত্রে বলি, বাংলাদেশ নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে ওশান গোয়িং টাগ জাহাজের অর্ডার বাতিলের কোনও কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, মূলত ভারতের ক্ষতি করতেই এমন সিদ্ধান্ত ওপার বাংলার!

অবশ্যই পড়ুন: ১০-১ ব্যবধানে লজ্জার হার মোহনবাগানের, সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল

ওশান গোয়িং টাগ জাহাজ আসলে কেমন?

তৎকালীন হাসিনা সরকার কলকাতা ভিত্তিক ভারতীয় জাহাজ প্রস্তুতকারক সংস্থাকে যে ওশান গোয়িং টাগ জাহাজের অর্ডার দিয়েছিল তা আসলে উন্নত প্রযুক্তির অত্যন্ত শক্তিশালী ও বহু ক্ষমতা সম্পন্ন একটি সামুদ্রিক জাহাজ। যা মূলত মাঝসমুদ্র বা উন্মুক্ত সাগরে বিপন্ন জাহাজকে টোও করে নিরাপদ স্থানে নিয়ে আসতে পারে।

বলে রাখি, এই ধরনের বিশাল আকার জাহাজগুলিকে টাগবোট বলেও ডাকা হয়ে থাকে। টাগের বিশেষত্ব হল, এই জাহাজ মূলত নিজের আকারের থেকেও বড় জাহাজকে টেনে নিয়ে আসতে পারে। যেমন সামনের দিকে টেনে আসার ক্ষমতা রয়েছে তেমনই পিছনে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই জাহাজের।

উল্লেখ্য, ইউনূসের হাত ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত বিরোধী চিনের সাথে 2.1 বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে সম্পর্ক দীর্ঘমেয়াদি করেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group