ভরসা সেই ভারত, প্রশিক্ষণ নিতে ভারতে আসছেন বাংলাদেশের ৫০ বিচারক

Published on:

bangladesh court

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে বাংলাদেশ (Bangladesh) ও বিতর্ক যেন একে অপরের পরিপূরক হয়ে উঠছে। নতুন অন্তর্বর্তী সরকার সেখানে গঠন হলেও শান্তি ফেরার নাম নেই। উল্টে সেখানে বিশেষ করে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা হু হু করে বেড়েই চলেছে। ভারতের সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের। এরই মাঝে প্রকাশ্যে উঠে এল আরও বড় খবর যা শুনলে চমকে উঠবেন আপনিও। আসলে বাংলাদেশের ৫০ জন বিচারক ভারতে প্রশিক্ষণ নিতে আসছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতে আসছেন বাংলাদেশের বহু বিচারক

বাংলাদেশ থেকে আগত বিচারকদের প্রশিক্ষণ কর্মসূচি চলবে ১০ দিন। মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। যার মধ্যে বাংলাদেশ থেকে কোনো ধরনের চার্জ নেওয়া হয়নি ভারতের তরফে বলে খবর। একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনেই এই প্রশিক্ষণ কর্মসূচি করা হচ্ছে। ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের এই প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।

সব খরচা করবে ভারতই

একাধিক রিপোর্ট অনুযায়ী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) আবুল হাসনাত কর্তৃক নির্ধারিত পরিপত্রে বলা হয়েছে, প্রশিক্ষণের পুরো ব্যয় ভারত সরকার বহন করবে। এই কারণেই কোনও ধরণের ফি নেওয়া হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতন এবং নতুন অন্তর্বর্তী সরকারের গঠন হওয়ার পর থেকে সেখানে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তাদের বাড়িঘর ও ধর্মীয় স্থানগুলোতে প্রতিনিয়ত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি তাদের দোকানগুলোকেও টার্গেট করা হচ্ছে। এ নিয়ে ভারতের পক্ষ থেকে একাধিকবার প্রশ্ন উঠেছে। এত কিছুর পরও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এহেন অবস্থায় আগামী দিনে কী হয় সেদিকে নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group