পাকিস্তানে কড়া অ্যাকশনের মাঝে ভারতকে চিঠি বাংলাদেশের! কাতর অনুরোধ ইউনূসদের

Published on:

Bangladesh suddenly sends letter to India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতের মাঝে অন্যান্য দেশের তুলনায় আগ বাড়িয়ে বীরত্ব ফলাতে দেখা গিয়েছে বাংলাদেশকে(Bangladesh)। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে সম্পর্কে ফাটল ধরার পাশাপাশি সেদেশের সাথে স্থল বাণিজ্যেও খুব একটা আগ্রহী নয় দিল্লি!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাস্তাটা অবশ্য খুঁড়ে দিয়েছে ওপার বাংলার সরকারই! এমতাবস্থায়, ভারত-পাক দ্বন্দ্ব যখন চরমে ঠিক সেই পর্বে আচমকা দিল্লিতে এসে পৌঁছল ঢাকার কূটনৈতিক চিঠি। আবার কোন অনুরোধ নিয়ে ভারতে চিঠি পাঠালো বাংলাদেশ? কী আছে সেই চিঠিতে? জানব।

ভারতের কাছে নতুন আবদার বাংলাদেশের

পাকিস্তানের সাথে সংঘর্ষের আবহে হঠাৎ দিল্লিতে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। ওই চিঠিতে বাংলাদেশের প্রধান আবেদন, ভারত যেন পুশ ইন বন্ধ করে। ওপার বাংলার তরফে অভিযোগ এসেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ নাকি ভারতে থাকা মানুষজনকে সীমান্তে পুশ ইন করছে। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, কমপক্ষে 200 থেকে 300 জন ব্যক্তিকে খাগড়াছড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে জড়ো করা হয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পদ্মা পাড়ের দেশের অভিযোগ, গত 7 মে অর্থাৎ যেদিন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বুকে কার্যত তান্ডব চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা, ঠিক সেদিন বাংলাদেশে প্রচুর সংখ্যক মানুষকে পুশ ইন করা হয়েছে। এছাড়াও 8 মে তারিখের উল্লেখ করে বলা হয়েছে, এদিনও বাংলাদেশ সীমান্তে পুশ ইনের চেষ্টা হয়েছে। আর সেই অভিযোগে অটল থেকেই ভারতকে বাংলাদেশ সীমান্তে পুশ ইন বন্ধ করার আবেদন জানিয়েছে ওপার বাংলার সরকার।

ওই চিঠিতে এও দাবি করা হয়, বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সোমবার এই সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি মিটিংও হয়ে গিয়েছে। সেখানেও নাকি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পুশ ইনের বিষয়টি। ঢাকার তরফে চিঠিতে জানানো হয়, 7 ও 8 মে ভারতের তরফে নাকি 202 জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। সদ্য প্রকাশিত একটি রিপোর্ট জানাচ্ছে, BSF ও ভারতীয় পুলিশের তরফে নাকি বাংলাদেশি হিসেবে পরিচিতদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।

অবশ্যই পড়ুন: ‘ফায়ার নয়, ফ্লাওয়ার’, ফাটলই না চিনা ক্ষেপণাস্ত্র! ভারতের ঢুকতেই ল্যাজেগোবরে ড্রাগনের গর্ব

উল্লেখ্য, বাংলাদেশ দাবি করছে, ভারত থেকে সীমান্ত পথে ওপার বাংলায় যাওয়া ব্যক্তিদের মধ্যে নাকি রোহিঙ্গারাও রয়েছে। এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক জানান, গত 25 বছর আগে এরা বিভিন্ন সময় নানান কাজের জন্য ভারতে গিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন পন্থা অবলম্বন করে আধার কার্ড ও নানান ডকুমেন্টও বানিয়েছিল। তবে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স নাকি সেসব কেড়ে নিয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group