বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিতেই শনির প্রকোপ বাংলাদেশে (Bangladesh)! গত শনিবার ওপার বাংলার বাণিজ্যে জোরালো আঘাত হেনেছে ভারত! দীর্ঘদিন ধরে ভারতের বিরোধিতা করে আসা ইউনূসের দেশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে পদ্মা পাড়ের বাণিজ্য একেবারে তলানিতে ঠেকেছে! কেন্দ্রের নিষেধাজ্ঞা অনুযায়ী, দেশের সমস্ত স্থলবন্দরে বাংলাদেশি পোশাক ও প্রক্রিয়াজাত খাবারের প্রবেশ নিষেধ। দিল্লির এই এক সিদ্ধান্তেই আর্থিক যন্ত্রণা বেড়েছে ঢাকার।
ব্যাপক ক্ষতির মুখে বাংলাদেশ
বাংলাদেশের সাথে স্থলপথে বাণিজ্য স্থগিত হওয়ায় একেবারে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো অবস্থা ইউনূসদের। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিসিয়েটিভের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভারতের বড় নিষেধাজ্ঞার পর অন্তত 6 হাজার কোটি টাকার অতিরিক্ত ক্ষতি গুনতে হবে বাংলাদেশকে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই বিপুল আর্থিক ক্ষতি বাংলাদেশের 42 শতাংশ রপ্তানির সমান। যদিও সূত্রের খবর, প্রয়োজনে কলকাতা ও মুম্বই সমুদ্রবন্দর হয়ে ভারতে ঢুকতে পারবে বাংলাদেশের পণ্য!
এক সিদ্ধান্তেই দুই বড় কাজ সেরেছে ভারত
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ওপর কড়া বিধিনিষেধ আরোপের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মেরেছে ভারত! কীভাবে? জানা যাচ্ছে, দিল্লির বড় পদক্ষেপের পর একদিকে যেমন বাংলাদেশের প্রতি কঠোর হওয়া গিয়েছে, ঠিক তেমনই চিনকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ভারত। যার কারণে আখেরে ক্ষতির মুখে পড়েছে পদ্মা পাড়ের ব্যবসায়ীরা।
বাংলাদেশের দুর্দশার কারণ ইউনূস!
সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে কুচুটে বুদ্ধি আঁটতে চিন সফরে গিয়েছিলেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আর সেখানেই ভারতের উত্তর-পূর্ব অঞ্চলকে বদ্ধ এলাকা বলে নিজের অভিভাবকত্ব দেখিয়েছিলেন ওপার বাংলার আহাম্মক! শুধু তাই নয়, নিজেদের ফাঁকা কলসি বাজাতে গিয়ে ভারতের বিরুদ্ধে নানান কু-মন্তব্যের পাশাপাশি চিনকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক শিল্পাঞ্চল তৈরির আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ প্রধান।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় ফের বড় ধাক্কা! ইংল্যান্ড সফরের আগেই অবসর নিতে চলেছেন আরেক মহাতারকা!
আর তাতেই একেবারে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন তিনি। বিশেষজ্ঞ মহলের দাবি, চিনের সাথে সরু লাইন করতে গিয়ে ভারতকে ফাঁপরে ফেলার কৌশলে নিজেই জড়িয়ে গিয়েছেন ইউনূস। শনিবার ভারতের প্রত্যাঘাতে স্থল বাণিজ্য বন্ধ হওয়ায় 6 হাজার কোটিরও বেশি ক্ষতি হবে ওপার বাংলার। বেশ কয়েকটি সূত্র যা জানাচ্ছে, প্রধান উপদেষ্টা ইউনূসের অভিভাবকত্বে একপ্রকার অতিষ্ঠ হয়ে উঠেছেন ওপার বাংলার জনগণ! আর সেই ফাঁকেই দ্রুত নির্বাচন আয়োজনের চাপ দিচ্ছে বিরোধীরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |