৪০ মিনিট আগে থেকে কাজ, সপ্তাহে মাত্র ৫ দিন খুলবে ব্যাঙ্ক, সিদ্ধান্তের পথে কেন্দ্র! কবে থেকে?

Published on:

bank employees

প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহুর্তে ব্যাঙ্কে (Bank) প্রতি সপ্তাহে রবিবার করে ছুটি থাকে। তবে শুধু রবিবার নয় পাশাপাশি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার করে ব্যাঙ্ক বন্ধ থাকে। কিন্তু ব্যাঙ্ককর্মীরা দীর্ঘদিন ধরে সপ্তাহে ৫ দিন করে কাজ করার দাবি জানিয়ে আসছিল। এমনকি অনেক আবেদন পত্র জমা দিয়েছিল ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নরা। অবশেষে সেই দাবি পূরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

নতুন প্রস্তাবে কী জানানো হয়েছে?

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটি নতুন প্রস্তাব রেখেছে সমস্ত ব্যাঙ্ককর্মীদের কাছে। সেই প্রস্তাবে বলা হয়েছে প্রতিটি ব্যাঙ্ককর্মী যদি প্রতি সপ্তাহে শনি এবং রবিবার করে ছুটি নেয় তবে প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট করে সময় বেশি নিয়ে কাজ করতে হব। অর্থাৎ যেখানে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ব্যাঙ্কের কাজ চলে সেখানে এবার থেকে সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল ৫ টা ৪০ পর্যন্ত ব্যাঙ্ককর্মীদের কাজ করতে হবে। তবে কোনো কোনো ব্যাঙ্কে সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত খোলা থাকে। সেক্ষেত্রে সময় এর পরিবর্তন হয়।

সোশ্যাল মিডিয়াতে পোস্ট অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের

জানা গিয়েছে এই বিষয়ে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হবে। এবং প্রতিটি সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলিকেও একই নিয়ম মানতে হবে। গত সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন একটি পোস্ট করে এই প্রস্তাব মঞ্জুরের অনুরোধ জানিয়েছিল অর্থ মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতরকে। তাদের দাবি, এর ফলে ব্যাঙ্কিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে। ব্যাঙ্ক কর্মচারীদেরও সুবিধা হবে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কেন্দ্র সরকার এই বছরের শেষ বা ২০২৫ সালের শুরুতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি এই দাবি জানিয়ে আসছিল। ২০২৩ সালের ডিসেম্বরে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়ন পাবলিক এবং প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলির জন্য একটি সমঝোতা স্মারকে সাক্ষর করে। এরপর ২০২৪ সালের ৮ মার্চ ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে যৌথ নোট প্রকাশ করা হয়। সেখানে সপ্তাহে ৫ দিন কাজ এবং শনি ও রবিবার ছুটির বিষয়ে যাবতীয় তথ্য দেওয়া ছিল। এবার সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥