প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন মাস পড়তেই সকলের নজর থাকে ক্যালেন্ডারের পাতায়। কবে কবে ছুটি পড়ছে তা নিয়ে আগ্রহ নেহাত কম থাকে না কর্মীদের। ব্যাংকিং ক্ষেত্রেও তাই। আর এই আবহে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI অনুসারে, ব্যাংকের ছুটির তালিকা (Bank Holiday List) প্রকাশ করেছে। এবং এই ছুটির দিনগুলির একটি সম্পূর্ণ তালিকা আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এই ছুটির দিনগুলির সম্পূর্ণ বিবরণ।
ছুটির তালিকা প্রকাশ করল RBI
আরবিআই এবং রাজ্য সরকারগুলি জাতীয়-আঞ্চলিক উৎসব, ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর ভিত্তি করে প্রতি মাসে ছুটির তালিকা জারি করে। আর সেই প্রকাশিত তালিকা অনুযায়ী জানা গিয়েছে ১ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৬ জুন, শুক্রবার, ইদ-উল-আধা অর্থাৎ বকরি ঈদ উপলক্ষে কেরলের কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৭ জুন, শনিবার বকরি ঈদ উপলক্ষে আগরতলা, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা।
এছাড়াও ৭ জুন কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগরে ছুটি থাকবে। অন্যদিকে ৮ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় এদিন ব্যাংক ছুটি থাকবে। এরপর ১১ জুন, বুধবার, সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে সিকিম (গ্যাংটক) এবং হিমাচল প্রদেশে (সিমলা) ব্যাঙ্ক বন্ধ রয়েছে। এছাড়াও ১৪ এবং ২৮ জুন যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার থাকায় সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। এবং ১৫ জুন, রবিবার, সাপ্তাহিক ছুটি থাকায় সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর ২২ জুন, রবিবার, সাপ্তাহিক ছুটি থাকায় সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন : ঊর্ধ্বমুখী হয়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা! একদিনেই রাজ্যে সংক্রমিত ৪৪ জন
মোট ১২ দিন থাকবে ছুটি!
এছাড়াও ২৭ জুন, শুক্রবার রথযাত্রা উপলক্ষে ওড়িশা এবং মণিপুরে ব্যাঙ্ক বন্ধ। এরপর ২৯ জুন , রবিবার সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এবং ৩০ জুন সোমবার, শান্তি দিবস উপলক্ষে মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সব মিলিয়ে জুন মাসে মোট ১২ দিন ছুটিতে থাকবে গ্রাহকরা। তবে চিন্তা নেই গ্রাহকদের। ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন অথবা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। সেক্ষেত্রে গ্রাহকদের নগদ টাকার প্রয়োজন হলে এটিএম থেকে টাকা তুলে নিতে পারবেন গ্রাহকরা।












