জুলাই মাসে টানা ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন দিন রইল লিস্ট

Published on:

bank-holiday

Bank will be closed for 12 days in july: হাতে মাত্র আর কয়েকটা দিন, ব্যস তারপরেই এসে যাবে আর একটা নতুন মাস। জুন মাস একদম শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে, এরপরেই আসবে জুলাই মাস। আর জুলাই মাস মানেই হল আবার নতুন কিছু নিয়ম, নতুন ছুটি ইত্যাদি। আগামী জুলাই মাসে কতদিন ছুটি থাকবে এবার তার একটা তালিকা বের করল আরবিআই। আপনারও কি জুলাই মাসে ব্যাঙ্কে জরুরি কোনও কাজ করা বাকি আছে? তাহলে জেনে নিন কদিন ছুটি থাকবে ব্যাঙ্ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

আরবিআইয়ের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, জুলাই মাসে টানা ১২ দিন ছুটি থাকবে। জুলাই মাসে গুরু হরগোবিন্দ জি জয়ন্তী এবং মহরম উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এ ছাড়া দ্বিতীয়-চতুর্থ শনি ও রবিবারও ব্যাঙ্কে ছুটি থাকবে। জুলাই মাসে ব্যাঙ্ক ছুটির দিন বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা হবে। দেখে নিন হলিডে লিস্ট।

কবে কবে বন্ধ থাকবে থাকবে ব্যাঙ্ক

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে জুলাই মাসে? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৩ জুলাই- বেহ দিয়েনখলাম উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৬ জুলাই- এমএইচআইপি দিবস উপলক্ষে মিজোরামের আইজলে ব্যাঙ্ক হলিডে।

৭ জুলাই- রবিবার বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাঙ্ক।

৮ জুলাই- ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কং-রথযাত্রা উপলক্ষে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে।

৯ জুলাই- দ্রুকপা শে-জি উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৩ জুলাই- দ্বিতীয় শনিবারের কারণে এ দিন দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ জুলাই- রবিবার সাপ্তাহিক ব্যাঙ্ক হলিডে।

১৬ জুলাই- হরেলা উপলক্ষে দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ জুলাই- মহরম উপলক্ষে দেশের অনেক রাজ্যেই ব্যাঙ্ক হলিডে রয়েছে। পানাজি, তিরুবনন্তপুরম, কোচি, কোহিমা, ইটানগর, ইম্ফল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, চণ্ডীগড়, ভুবনেশ্বর, আহমেদাবাদ ছাড়া সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ জুলাই- রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ জুলাই- চতুর্থ শনিবারের কারণে সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকবে।

২৮ জুলাই- এই দিনটি জুলাই মাসের শেষ রবিবার। এ কারণে এ দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group