সেপ্টেম্বর মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক! বিপদে পড়ার আগে দেখুন RBI-র তালিকা

Published on:

bank sbi

কলকাতাঃ সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বরে কী আপনার জরুরি কিছু কাজ আছে ব্যাঙ্কে? তাহলে আগস্ট মাস শেষ হওয়ার আগে সব কাজ সেরে ফেলুন। নইলে বিপদে পড়ে যেতে পারেন কিন্তু। এমনিতে আগস্ট মাসটা প্রায় ছুটি ছুটিতেই কেটে গেল। এবার আসছে সেপ্টেম্বর মাস। আর এই মাসে এক টানা মোট ১৫ দিন ছুটি থাকবে বলে জানিয়ে দেওয়া হল। হ্যাঁ ঠিকই শুনেছেন।

সেপ্টেম্বর ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

এমনিতে প্রতি মাসেই ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে RBI। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। কিন্তু এবারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। সেপ্টেম্বর মাসে টানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হল। আর এই খবরে স্বাভাবিকভাবেই সকলের মাথায় চিন্তার বাজ ভেঙে পড়েছে।

দেখে নিন ছুটির তালিকা

১ সেপ্টেম্বর- রবিবার দেশের সমস্ত ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।

৪ সেপ্টেম্বর- বুধবার শ্রীমন্ত শঙ্করদেবের তিরোভব তিথিতে আসামের গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

৭ সেপ্টেম্বর- শনিবার-সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে দেশের বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্কে ছুটি থাকবে।

৮ সেপ্টেম্বর-রবিবার দেশের সমস্ত ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।

১৪ সেপ্টেম্বর-দ্বিতীয় শনিবার এবং প্রথম ওনাম। এই দিন দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ সেপ্টেম্বর- রবিবার দেশের সমস্ত ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।

১৬-সেপ্টেম্বর সোমবার বারওয়াফত উপলক্ষে দেশের অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে।

১৭ সেপ্টেম্বর-মিলাদ-উন-নবি উপলক্ষে গ্যাংটক ও রায়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ সেপ্টেম্বর-বুধবার ‘পাং-লাহাব সোল’ উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্কের ছুটি থাকবে।

২০ সেপ্টেম্বর- শুক্রবার ঈদ-ই-মিলাদ-উল-নবি উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ সেপ্টেম্বর- বুধবার শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষে কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২২ সেপ্টেম্বর-রবিবার দেশের সমস্ত ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।

২৩ সেপ্টেম্বর-সোমবার, মহারাজা হরি সিং-এর জয়ন্তীর জন্য জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ সেপ্টেম্বর-চতুর্থ শনিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ থাকবে।

২৯ সেপ্টেম্বর- রবিবার দেশের সকল ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥