একাদশীতে স্থগিত ভারত বনধ! জানিয়ে দিল মুসলিম পার্সনাল ল বোর্ড

Published:

Bharat Bandh
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই নাকি ভারত বনধ (Bharat Bandh)! একাদশীর দিনে চরম বিপাকে পড়তে পারে ভারতবাসী। তবে শেষ মুহূর্তে বদলানো হল সিদ্ধান্ত। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ৩ অক্টোবর ভারত বনধ ডেকেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদেই এই ভারত বনধের ডাক দিয়েছিল এই মুসলিম বোর্ড।

ভারত বনধ একাদশীতে!

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামীকাল ৩ অক্টোবর, সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত দোকান, অফিস ও বাণিজ্যিক সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছিল। যার ফলে বেশ কিছু জায়গায় বন্ধ থাকার কথা স্কুল, ব্যাংক, দোকান, গণপরিবহন ব্যবস্থার। কিন্তু শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিল মুসলিম বোর্ড। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ঘোষিত আগামী ৩ অক্টোবরের ভারত বনধ আপাতত স্থগিত করা হয়েছে।

শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত

এদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, ওই দিনে দেশের কয়েকটি রাজ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হবে। তাই সহনাগরিকদের উৎসবে বিঘ্ন ঘটাতে না চেয়ে বনধ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের সভাপতি হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানির নেতৃত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে জানানো হয়, “ইনশাআল্লাহ, শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।” যার দরুন ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে সাধারণ মানুষকে কোনও চিন্তা করতে হবে না। গণপরিবহন ব্যবস্থাও স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন: মহানবমীর দিন ৩% DA বাড়াল কেন্দ্র সরকার, পেনশনভোগী সহ কর্মীদের জন্য বিরাট সুখবর

প্রসঙ্গত, চলতি বছর ৯ জুলাই গোটা দেশে ধর্মঘটের ডাক দিয়েছিল ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাঙ্ক, কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। এই ইউনিয়নগুলি শ্রম আইন সংস্কার, ক্রমবর্ধমান বেসরকারিকরণ এবং গ্রামীণ অঞ্চলে ক্রমবর্ধমান অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে প্রতিবাদ করছিল। তাদের মতে, এই নীতিগুলি শ্রমিক এবং কৃষক উভয়েরই ক্ষতি করছে। যদিও সেই ধর্মঘট প্রতিহত করতে উঠে পড়ে লেগেছিল প্রশাসন। বনধ স্থগিত রাখার জন্য শহরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join