রেশন নয়, এবার সস্তার চাল-ডাল বিক্রি করবে আম্বানি! সরকারের সঙ্গে বড় চুক্তির প্রস্তুতি

Published on:

bharat brand mukesh ambani

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ যত সময় এগোচ্ছে তত যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলেছে। মূল্যবৃদ্ধির ঠ্যালায় সাধারণ দেশবাসীর প্রাণ রীতিমতো ওষ্ঠাগত। তবে চিন্তা নেই, এবার কেন্দ্রীয় সরকার এবং মুকেশ আম্বানি তরফে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার পরে সাধারণ দেশবাসীর মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করবে। এমনিতে গত বছর থেকে অত্যন্ত সস্তায় চাল, ডাল  কেনার সুবিধা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। Bharat Brand -এর চাল এবং ডাল অত্যন্ত সাশ্রয় দামে সাধারণ মানুষ চিনতে পারছেন। তবে এবার এইগুলিকে একটি বিশেষ মাধ্যমের সকলের মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আর এর জন্য ব্যবসায়ী মুকেশ আম্বানির সাহায্য নেবে কেন্দ্র।

বড় উদ্যোগ কেন্দ্রের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত বছর থেকে সস্তায় আটা, চাল, ডাল বিক্রি শুরু করে সরকার। ভারত ব্র্যান্ড নামে সস্তায় ডাল, চাল, আটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সস্তায় রেশনের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সরকার এখন খুচরো চেনের মাধ্যমে তা বিক্রির প্রস্তুতি নিচ্ছে।  এর জন্য শিল্পপতি মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার। মূল্যস্ফীতি রুখতে খুচরো চেইনের মাধ্যমে ভারত ব্র্যান্ডের আটা, চাল ও ডাল বিক্রির প্রস্তুতি নিচ্ছে সরকার। এক রিপোর্ট অনুযায়ী, ভারত ব্র্যান্ডের জিনিস আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য, সরকার এখন রিটেল চেইনের মাধ্যমে এই ব্র্যান্ডটি বিক্রি করতে চাইছে। রিপোর্ট অনুযায়ী, সরকার এর জন্য মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স রিটেলের সঙ্গে যোগাযোগ করছে।

কোথায় কোথায় মিলবে ভারত ব্র্যান্ডের জিনিস?

এটাই প্রথম নয়, এর আগেও রিলায়েন্সের জিওমার্ট, অ্যামাজন এবং বিগবাস্কেট সহ বিভিন্ন ই-কমার্স সংস্থার প্ল্যাটফর্মে অস্থায়ীভাবে ভারতীয় ব্র্যান্ডের চাল, ডাল, ময়দা পাওয়া যেত। তবে এখন সরকার বেসরকারী খুচরা সংস্থাগুলির সাথে দীর্ঘমেয়াদী লেনদেন করে প্রথমবারের মতো খুচরা দোকানে এই ব্র্যান্ডটি বিক্রি করতে চায়। সরকারের তরফে এহেন উদ্যোগ নেওয়ার জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সাধারণ মানুষ।

ভারত ব্র্যান্ড-এর জিনিসের দাম

 ১০ কেজি আটার ব্র্যান্ড মূল্য ২৭৫ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হয়েছে। ভারত ব্র্যান্ডের ১০ কেজি চালের দাম ২৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪০ টাকা। ভারত ব্র্যান্ডের ছোলার ডালের দাম কেজি প্রতি ৬০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥