শ্বেতা মিত্র, কলকাতাঃ এলপিজি (Liquefied petroleum gas) গ্রাহকদের জন্য রইল দারুণ সুখবর। এবার এসে গেল ভারতের প্রথম LPG ATM। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রাজধানী দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এনার্জি উইক ২২০৫’-এ ভারত গ্যাস দেশের প্রথম AI-সক্ষম LPG এটিএম চালু করেছে।
এসে গেল LPG এটিএম
‘Any Time Gas Cylinder’ (ATG) চালু হওয়ার পর, ভারত গ্যাস গ্রাহকদের আর গ্যাস সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হবে না। এখন গ্রাহকরা যেকোন সময় (ATG) গ্যাস সিলিন্ডার ভেন্ডিং মেশিনে যেতে পারবেন এবং কোনও ঝামেলা ছাড়াই তাদের সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।
এলপিজি বিজনেস হেড টিভি পান্ডিয়ান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে ভারত গ্যাসের এই সুবিধাটি বর্তমানে বেঙ্গালুরুতে পাইলট পর্যায়ে রয়েছে। আগামী দিনে, এই প্রকল্পটি রাজধানী দিল্লি, জয়পুর এবং মুম্বাইতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, উদ্ভাবনী এটিএম মেশিনের মাধ্যমে গ্রাহকরা সরাসরি এলপিজি গ্যাস তুলতে পারবেন।
ইন্ডিয়া এনার্জি উইক X-এ ভিডিওটি শেয়ার করেছে
‘ইন্ডিয়া এনার্জি উইক’ এক্স-এ অ্যানি টাইম গ্যাস সিলিন্ডার (ATG) সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে গ্যাস সিলিন্ডার রিফিল করার একটি ডেমো দেখানো হয়েছে। নিশ্চয়ই ভাবছেন যে এটি কীভাবে কাজ করে? ভারত গ্যাসের গ্রাহকরা খালি সিলিন্ডার নিয়ে ‘ভারত গ্যাস ইন্সটা’ কেন্দ্রে গিয়ে যেকোনো সময় তাদের সিলিন্ডার রিফিল করতে পারবেন।
আরও পড়ুনঃ বিরাট আয়, ১৭ বছর পর লাভের মুখ দেখল BSNL, চাপ বাড়বে Jio-Airtel এর
গ্রাহককে খালি সিলিন্ডারটি মেশিনের ওজন স্কেলে রাখতে হবে, তারপরে, AI এর সাহায্যে, মেশিনের চারপাশে স্থাপিত AI সক্ষম ক্যামেরাগুলি সিলিন্ডারটি পরীক্ষা করবে। যদি সিলিন্ডারটি সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে গ্রাহক মেশিনের স্ক্রিনে সিলিন্ডারের বৈধতার একটি বার্তা পাবেন। এর পরে গ্রাহককে সিলিন্ডারটি তুলে MT চেম্বারে রাখতে হবে। চেম্বারে রাখার পর, গ্রাহককে তার তথ্য পর্যালোচনা করে টাকা প্রদান করতে হবে। অর্থ প্রদানের পরে, গ্রাহক চেম্বার থেকে তার নতুন সিলিন্ডার পাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |