সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের নয়া উদ্যোগ – ভারত গৌরব ট্রেন (Bharat Gaurav Train)। এবার দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলি দর্শনের সুযোগ মিলবে একসঙ্গে। তাও নাকি 33 শতাংশ ছাড়ে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আগামী 31 মে ধানবাদ থেকে যাত্রা শুরু করতে চলেছে এই বিশেষ ট্রেন। এর মাধ্যমে আপনি ঘুরতে পারবেন উজ্জয়ীনির মহাকালেশ্বর, দ্বারকার নাগেশ্বর মন্দির, সোমনাথ, শিরডি সাই বাবা মন্দির, নাসিকের ত্রিম্বকেশ্বর সহ আরও কিছু পবিত্র স্থান।
রেলের ইতিহাসে নয়া অধ্যায়
ভারতীয় রেলওয়ের ট্যুরিজম শাখা IRCTC-র তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ‘দেখো আপনা দেশ’ কর্মসূচির আওতায় এই নয়া পদক্ষেপ। আর এর উদ্দেশ্য একটাই – ভারতবাসীকে দেশের ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে পরিচয় ঘটানো।
কোন স্টেশনগুলি থেকে যাত্রীরা উঠতে পারবেন?
বেশ কিছু সূত্র খতিয়ে জানা গেল, এই ট্রেনটি ধানবাদ থেকে ছাড়লেও যাত্রীরা বিভিন্ন স্টেশন থেকে উঠতে পারবে। তালিকায় থাকছে – হাজারীবাগ, গয়া, রাজগির, বিহার শরীফ, বখতিয়ারপুর, পাটনা, আড়া, বক্সার, দুলাডারনগর ও পন্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশন।
কোন স্থানগুলির দর্শন মিলবে?
সূত্রের খবর, এই 12 দিনের সফরে মোট 9 টি জ্যোতির্লিঙ্গসহ একাধিক ধর্মীয় স্থান দর্শনের সুযোগ থাকছে। আর সেগুলি হল।
- উজ্জয়নীর শ্রী মহাকালেশ্বর ও শ্রী ওমকারেশ্বরে জ্যোতির্লিঙ্গ,
- দ্বারকার শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ও শ্রী দ্বারকাধীশ মন্দির,
- সোমনাথে শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ,
- শিরডির সাই বাবা মন্দির,
- নাসিকের শ্রী ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ,
- পুনের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ,
- ঔরঙ্গাবাদের ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ।
টিকিটের ভাড়া কত পরবে?
এখন যাত্রীদের মনে প্রশ্ন আসতেই পারে যে, এই ট্রেনের টিকিটের ভাড়া কিরকম থাকবে? যেমনটা খবর পাওয়া যাচ্ছে, স্লিপার ক্লাসে খরচ পড়বে যাত্রী পিছু 23,575 টাকা এবং 3 AC ক্লাসে খরচ পড়বে যাত্রী পিছু 39,990 টাকা।
যাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধা
সবথেকে বড় ব্যাপার, এই ট্রেনে যাত্রীদের প্রতিদিন নিরামিষ জলখাবার, মধ্যাহ্ন ভোজন ও রাতের খাবার দেওয়া হবে। এর পাশাপাশি সকাল ও সন্ধ্যায় চা, বোতল ভর্তি বিশুদ্ধ জল দেওয়া হবে। এমনকি এসি বা নন এসি হোটেলে রাতের বাসস্থান, দর্শনের জন্য এসি বা নন এসি বাস এবং প্রতিটি কোচে নিরাপত্তা রক্ষী, পরিছন্নতা কর্মী ও অভিজ্ঞ ট্যুর স্পেশালিস্ট থাকবে।
আরও পড়ুনঃ যুদ্ধে যোগ দিতে যাওয়া জওয়ানকে ফাইন, টিটিই-র বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল রেল
কীভাবে বুকিং করবেন?
ভ্রমণ পিপাশু আগ্রহী যাত্রীরা বিস্তারিত তথ্য এবং বুকিং-র জন্য IRCTC-র অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়া 8595937731 / 8595937732 নম্বরে ফোন করেও বুকিং করতে পারেন।