বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তর-পূর্ব ভারতের (India) সাথে ভুটানের কানেক্টিভিটি উদ্বোধন করলেন প্রতিবেশী দেশের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। সূত্রের যা খবর, শনিবার আসাম সফরে এসে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সব রাজ্যের সাথে ভুটানের সংযোগ পাকা করেছেন ওয়াংচুক। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সেই খবর নিশ্চিত করেছে।
আগেই উদ্বোধন হয়েছিল জলপথ টার্মিনাল
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে যা খবর, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে এসে আসামের জগিঘোপা অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধন করেছিলেন প্রতিবেশী ভুটানের রাজা ওয়াংচুক। এবার সেই সূত্র ধরেই, ভারতের উত্তর পূর্বের রাজ্য গুলির সাথে ভুটানের সংযুক্তি উদ্বোধন করলেন তিনি।
লাভের গুড় খাবে বাংলাদেশও!
বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে, আসামের অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল উদ্বোধনের পর থেকেই নাকি 110 মেট্রিক টন কয়লা নিয়ে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছে যাচ্ছে। ওপার বাংলার সংবাদ মাধ্যম বলছে, ভুটানের গেলিফু থেকে সেই দূরত্ব নাকি মাত্র 91 কিলোমিটার।
যেখানে বাংলাদেশের দূরত্ব 108 কিমি। বেশ কিছু সূত্র মারফত খবর, গত ফেব্রুয়ারিতে ভারতের জলপথ টার্মিনাল উদ্বোধনের পাশাপাশি নাকি বাংলাদেশ থেকে পণ্য ভুটানে রপ্তানি হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছিলেন রাজা ওয়াংচুক।
অবশ্যই পড়ুন: আর কত? হারের যন্ত্রণা সামলাতে না পেরে অবসর নিলেন ইস্টবেঙ্গল তারকা
বাণিজ্য বাড়বে ভারতের
জানা যাচ্ছে, ভুটানের এমন পদক্ষেপের পর এবার থেকে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বহু পণ্য রপ্তানি করা যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভুটানের সাথে কানেক্টিভিটি উদ্বোধনের দরুণ দুই দেশের মধ্যে বাণিজ্যের পথ আরও সুগম হয়ে গেল। আগামী দিনে ভারত ও ভুটানের রপ্তানি বাণিজ্য লাভের মুখ দেখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।