খরচ ২০০০ কোটি, দীপাবলির আগেই বকেয়া DA মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published on:

government employee

শ্বেতা মিত্রঃ একদিকে যখন কেন্দ্রীয় সরকার দফায় দফায়  মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছে সেখানে অন্যদিকে বেশ কিছু এমন রাজ্য রয়েছে যেগুলি এখনও অবধি DA বৃদ্ধি করেনি। যার ফলে যত সময় হয়েছে ততই লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটছে। শুধু তাই নয় মাসের পর মাস বছরে পর বছর ধরে বকেয়া টাকাও আটকে রেখে দিয়েছে বিভিন্ন সরকার বলে অভিযোগ। যেখানে স্বাভাবিকভাবেই সরকারি কর্মীরা ক্ষুব্ধ। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। কবে মিলবে বকেয়া ডিএ থেকে শুরু করে নানা টাকা? সেই প্রশ্ন তুলে ফের বারবার সরব হয়েছেন সরকারি কর্মীরা। তবে এবার রাজ্য সরকারের তরফে এমন এক ঘোষণা করা হয়েছে যার ফলে উৎসবের আবহে লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার সকলের বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন রাজ্য সরকার এখানে ঘোষণা করেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া থাকা একটি কিস্তির মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ দেওয়ার ঘোষণা করেছে সরকার। আর এর জন্য রাজ্য সরকারের খরচ হবে ২০০০ কোটি টাকা মতো। ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রীর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে মুখে হাসি ফুটেছে বহু সরকারি কর্মীদের। সামনেই রয়েছে দীপাবলি, আর দীপাবলির আবহে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটার থেকে খুশির খবর তার হতেই পারে না।

আসলে উৎসবের আবহে কপাল খুলে যেতে চলেছে কেরল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের। জানা গিয়েছে, বুধবার ২৩ অক্টোবর অর্থমন্ত্রী কে এন বালাগোপাল জানিয়েছেন, রাজ্য সরকার সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য মহার্ঘ ভাতার (ডিএ) একটি কিস্তি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণের এক কিস্তি (ডিআর) মঞ্জুর করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী

সরকারের তরফে জানানো হয়েছে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন (এআইসিটিই), মেডিক্যাল সার্ভিসেস-সহ সকল ক্ষেত্রের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা যথাক্রমে একটি কিস্তির ডিএ এবং ডিআর পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের ফোরামের তরফে জানানো হয়েছে, মোট ছয়টি কিস্তির মহার্ঘ ভাতা বকেয়া ছিল। বুধবার যে কিস্তির মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে, সেটা ২০২১ সালের জুলাই থেকে বকেয়া ছিল। এই ছয়টির মধ্যে প্রথম কিস্তির  টাকা সকলকে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group