৩ বছরের জন্য বাড়ল সুবিধা! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা

Published on:

government employee

শ্বেতা মিত্র, কলকাতা: আপনি যদি কেন্দ্রীয় কর্মচারী (Government Employee) হন, তাহলে এই খবরটা আপনার জন্য কার্যকর প্রমাণিত হতে পারে। মোট ৩ বছরের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতে সে কেন্দ্রীয় হোক কিংবা রাজ্য সরকারি কর্মী, নানা রকম সুযোগ সুবিধা লাভ করে থাকনে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুণ উপকৃত হবেন অনেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় সিদ্ধান্ত সরকারের

কাশ্মীর উপত্যকায় কর্মরত কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা বাড়তি সুবিধা পেতে চলেছেন। সরকারের জারি করা আদেশে বলা হয়েছে, ‘কাশ্মীর উপত্যকায় কর্মরত কেন্দ্রীয় কর্মচারীদের যে ছাড় এবং সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তা ১ আগস্ট, ২০২৪ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাড়ানো হয়েছে।’

 কেন্দ্রীয় সরকারী কর্মীরা কী কী সুবিধা পেতে চলেছেন?

অনন্তনাগ, বারামুল্লা, বুদগাম, কুপওয়ারা, পুলওয়ামা, শ্রীনগর, কুলগাম, শোপিয়ান, গান্ডারবাল এবং বান্দিপোরা জেলায় কর্মরত কর্মীরা এই বাড়তি সুযোগ সুবিধা পেতে চলেছেন। সকল বিভাগকে নির্ধারিত হার অনুসারে এই ছাড় এবং সুযোগ-সুবিধা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে সরকারীভাবে নির্দেশ দিয়েছে। প্যাকেজটি ভারত সরকারের সমস্ত মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারী খাতের উদ্যোগের (PSU) ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উপত্যকায় কর্মরত কর্মীরা ইচ্ছা করলে সরকারি খরচে তাদের পরিবারকে দেশের যেকোনো পছন্দের জায়গায় স্থানান্তর করতে পারবেন। এর জন্য প্রয়োজনীয় খরচ সরকার বহন করবে। কম্পোজিট ট্রান্সফার গ্রান্টও দেওয়া হবে, যা আগের মাসের মূল বেতনের ৮০% হবে। যে সকল কর্মচারী তাদের পরিবার স্থানান্তর করতে চান না তাদের প্রতিদিন ১৪১ টাকা ভাতা দেওয়া হবে। রোজের অফিসে যাতায়াত সহ অন্যান্য দৈনিক খরচের জন্য এই টাকা দেওয়া হবে। অফিসে আসা-যাওয়ার জন্য থাকা, নিরাপত্তা এবং পরিবহনের সমস্ত ব্যবস্থা বিভাগ দ্বারা সুনিশ্চিত করা হবে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের , সরকারী এই কর্মচারীরাও মেস ভাড়া বাবদ আলাদা ভাতা পাবেন।

আরও পড়ুনঃ স্নাতক ডিগ্রিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি, ৬৫০ শূন্যপদে নিয়োগ করছে IDBI ব্যাঙ্ক

উপকৃত হবেন পেনশন প্রাপকরাও

পেনশনভোগীদের জন্যও রয়েছে সুখবর। যেসব পেনশনভোগী সরকারি ব্যাংক, বেতন ও হিসাব অফিস বা ট্রেজারি থেকে তাদের পেনশন পেতে সক্ষম নন, তাদের বিশেষ ছাড় দেওয়া হবে। কোনো পেনশনভোগী যদি কাশ্মীর উপত্যকার বাইরে থাকেন, তাহলে তিনি তাঁর নিকটবর্তী কার্যালয় থেকেই সংগ্রহ করে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group