নিরাপত্তাবাহিনীর কাছে খবর পৌঁছে গিয়েছিল গোপন সূত্রে। দেরি না করে বিশাল বাহিনী নিয়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনী (Security Force) ও মাওবাদীদের মধ্যে চলতে থাকে গুলির লড়াই। ঘটনাটি ছত্তিশগড়ের (Chhattisgarh)। এখনও অভিযান জারি রয়েছে। ইতিমধ্যে নিকেশ হয়েছে ৪০ মাওবাদী।
নিকেশ ৪০ মাওবাদী
নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে শুরু হওয়া এই অভিযানে অনুমানিক ৪০ জন মাওবাদী নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিশাল নিরাপত্তা বাহিনী। জোর কদমে শুরু হয় অভিযান। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অটোমেটিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্ধকারেও সক্রিয় নিরাপত্তা বাহিনী
মাওবাদীদের দমন করার জন্য ছত্তিশগড় রাজ্য থেকে মাঝেমধ্যে অভিযানের খবর পাওয়া যায়। তবে এবারের খবরের গুরুত্ব অনেকটাই। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাওবাদীরা কি বড় কোনও নাশকতার ছক তৈরি করছিল? সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে এখন রাত হতে চলল। এই অন্ধকারেও সক্রিয় রয়েছে নিরাপত্তা বাহিনী। নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলা সীমান্তে পরিস্থিতি এখন বেশ গরম।
#WATCH | Chhattisgarh CM Vishnu Deo Sai says, “…It’s a big operation. I congratulate all the police personnel and I bow to their valour… Naxalism is taking its last breath… Naxalism is certainly going to be eliminated from the state…Union Home Minister Amit Shah has… https://t.co/ZOQjtz46YP pic.twitter.com/a40R6Wgn0b
— ANI (@ANI) October 4, 2024
উদ্ধার একে-৪৭, এসএলআর-সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র
বস্তার ডিভিশনের আইজি পি সুন্দররাজ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ২৪ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও জারি রয়েছে। মাঝেমধ্যে চলছে গোলগুলি। উদ্ধার হয়েছে একে-৪৭, এসএলআর-সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র। বিপুল সংখ্যক মাওবাদী জড়ো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সকাল না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের স্পষ্ট ছবি সামনে আসবে না। আপাতত জারি থাকছে অভিযান।