বিমানে ওঠার আগে রানওয়ের ধারেই প্রসাব করতে বসলেন বৃদ্ধ! বিহারের ভিডিও ভাইরাল

Published:

Updated:

Bihar
Follow

কৃশানু ঘোষ, কলকাতাঃ সম্প্রতি SIR সহ একাধিক রাজনৈতিক কারণে সংবাদ শিরোনামে উঠে আসার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা বিহার (Bihar) নিয়ে। এছাড়াও, বিহারকে বিড়ির সাথে তুলনা করে কেরালা কংগ্রেসের সাম্প্রতিক একটি টুইট আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়। আর, এবার বিমানের রানওয়ের ধারে প্রস্বাব করার জন্য ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে বিহার, আর এই ঘটনার ভিডিও নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।

রানওয়ের ধারে বসেই…

সম্প্রতি আদর্শ আনন্দ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কোনও এক বিমানবন্দরের বাইরে বিমান ছাড়ার আগের মুহূর্তে রানওয়ের ধারে বসে একজন বৃদ্ধ প্রস্রাব করছেন। আর এই ভিডিওটি বলা হচ্ছে বিহারের দ্বারভাঙা বিমানবন্দরের একটি ক্লিপ। এবং ভিডিওটি বিমানের ককপিট থেকে একজন পাইলট ক্যামেরাবন্দী করেছেন বলে অনুমান করা হচ্ছে। আর এই ভিডিওই ঝড়ের গতিতে এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ভিডিও

ভিডিও দেখে অনেকেই যেমন মজার মন্তব্য করেছেন, অনেকেই আবার নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়ে গভীর উদ্বেগ উত্থাপন করেছেন। মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে একজন লিখেছেন, “বিমান চড়ছেন, এটাই অনেক বড় ব্যাপার। তবে দয়া করে রানওয়েকে টয়লেট বানাবেন না।“ অনেকেই আবার উল্টো পাইলটকে দোষ দিয়ে বলেছেন, “বৃদ্ধ মানুষ, ভুল হতেই পারে। কিন্তু ভাই, এভাবে কারও টয়লেট মোমেন্ট ক্যামেরায় ধরে পোস্ট করা ঠিক হলো?”

আরও পড়ুনঃ বিপদ বুঝে আত্মসমর্পণ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার! হেফাজতে চাইল ED

এদিকে বিমান নিরাপত্তার বিশেষজ্ঞরা বলছেন, রানওয়ের এত কাছে এমন কর্মকাণ্ড বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এই ঘটনায় কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেই নিয়েও কোন আপডেট পাওয়া যায়নি। যদিও এই ভিডিওটির সত্যতা, ঘটনার স্থান, সময় যাচাই করেনি India Hood।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join