খরচ মাত্র ৭ হাজার টাকা! এয়ার প্লেন বানিয়ে দৃষ্টান্ত তৈরি করল বিহারের বিস্ময় বালক

Published:

Bihar youth builds flying plane for just Rs 7,000
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিভা কি আর সুযোগের ধার ধারে? না। এবার তারই প্রমাণ দিলেন এক ভারতীয়। জানা যাচ্ছে, কোনও রকম প্রযুক্তি জ্ঞান ছাড়াই নিজের একাগ্রতা এবং জেদকে সঙ্গী করে বুদ্ধি খাটিয়ে একটি আস্ত বিমান তৈরি করে ফেলেছেন বিহারের মুজাফফরপুরের বাসিন্দা অবনীশ কুমার। খোঁজ নিয়ে জানা গেল, বেশ কিছু বর্জ্য পদার্থ দিয়ে এই অসাধ্য সাধন ঘটিয়েছেন বিহারের ওই প্রতিভা।

ভাইরাল কিশোরের কীর্তি

কোনও রকম ল্যাব কিংবা প্রযুক্তি জ্ঞান ছাড়াই একটি আস্ত বিমান তৈরি করে ফেলেছেন বিহারের অবনীশ। আর সেই খবর চাউর হতেই হই হই পড়ে গিয়েছে নানা মহলে। কিশোরের হাতে তৈরি বিমানটির দৃশ্যও ভাইয়ার হয়েছে সোশ্যাল মিডিয়া।

ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রতিভাবান ওই কিশোরের মস্তিষ্কপ্রসূত বিমানটি আকাশে উড়ে চলেছে। যা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় পাড়া-প্রতিবেশীরা। এদিকে কোনও রকম প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই কিশোরের এমন কীর্তি দেখে তাজ্জব বনে গিয়েছেন নেট নাগরিকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে, ব্যাপক প্রশংসিত হচ্ছেন বিহারের ওই অসাধ্য সাধক, অবনীশ কুমার।

 

খরচ মাত্র 7 হাজার

কোনও রকম ল্যাব কিংবা গবেষক ছাড়াই বিমান তৈরি করে তা আকাশে উড়িয়ে দেখিয়েছেন বিহারের ওই কিশোর। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, অবনীশ কুমার মাত্র 7 হাজার টাকা খরচ করে কিছু আবর্জনা দিয়ে ওই বিমানটি তৈরি করেছিলেন। জানলে আরও অবাক হবেন, 7 হাজার টাকা খরচ করে ওই বিমানটি তৈরি করতে অবনীশের সময় লেগেছিল মাত্র এক সপ্তাহ। কিন্তু কী কী রয়েছে সেই বিমানে?

খোঁজ নিয়ে জানা গেল, বিমানটিতে একটি মাত্র বসার সিট রেখেছেন অবনীশ। মূলত চালকের জন্য একটি সিট ছাড়া বিমানটিতে আর আলাদা করে কোনও বসার আসন নেই। এছাড়াও হেলিকপ্টারের একটি ব্লেড সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে ওই এয়ার প্লেনে। তাছাড়াও ভাইরাল ভিডিওটিতে যা দেখা যাচ্ছে, তাতে মাত্র এক সপ্তাহে বিমানটির দুর্দান্ত নকশা তৈরি করেছেন অবনীশ। তবে এই কাজ তিনি এত কম সময়ে কী করে সম্পন্ন করলেন তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই!

অবশ্যই পড়ুন: দেশের মাটিতেই তৈরি হবে মার্কিন V-BAT ড্রোন! বড় চুক্তির পথে ভারত

উল্লেখ্য, জানা গিয়েছে, প্রথমবারের মতো অবনীশের হাতে তৈরি ওই বিমানটি মাটি থেকে অন্তত 300 ফুট উঁচুতে উঠেছিল। এরপর বেশ কয়েক মিনিট বাতাসে ওড়ার পর সেটি নিরাপদে ও নির্ঝঞ্ঝাটে মাটিতেও ল্যান্ড করে। বিহারের ভূমিপুত্রের এমন কর্মকাণ্ডে মুগ্ধ দেশের বহু গবেষক থেকে শুরু করে বিজ্ঞানীরা। জানা গিয়েছে, ছেলেবেলা থেকেই একটি এয়ার প্লেন তৈরির স্বপ্ন ছিল অবনীশের। দীর্ঘ কাহিক পরিশ্রম ও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে পেরে খুশি বিহারের ওই প্রতিভা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join