ভুলবশত ঢুকে পড়েছিলেন! সসম্মানে BSF জওয়ানকে দেশে ফেরাতে বাধ্য হল বর্ডার গার্ড বাংলাদেশ

Published on:

Border Guard Bangladesh returns BSF jawan to India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভুলবশত ওপার বাংলায় পৌঁছে গিয়েছিলেন এক BSF জাওয়ান। জানা যায়, বুধবার সকাল 8 টা নাগাদ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর টেক সীমান্ত থেকে ওই BSF জাওয়ানকে আটক করেন স্থানীয়রা।

পরবর্তীতে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (Border Guard Bangladesh) হাতে তুলে দেওয়া হয়। ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে 11টা নাগাদ দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই BSF জওয়ানকে ফেরত দিয়েছে BGB।

প্রকাশ্যে এসেছে BSF জাওয়ানের পরিচয়

বাংলাদেশের বেশকিছু প্রথম সারির সংবাদমাধ্যম দাবি করেছে, বুধবার সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় যাওয়া ভারতীয় জাওয়ানের নাম গণেশ মূর্তি। তিনি মূলত 71 BSF ব্যাটেলিয়ানের নরপুর সীমান্ত ফাঁড়ির সিনিয়র কনস্টেবল। খোঁজ নিয়ে জানা গেল, ওই জওয়ানকে ফেরত দেওয়ার পর তাঁর যাবতীয় তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের 53 ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ।

অবশ্যই পড়ুন: RCB-র বিজয় উৎসবে প্রাণ গেল ১১ জনের, অবশেষে নীরবতা ভাঙলেন কোহলি! বিরাট ঘোষণা KSCA-র

BGB-র বিস্ফোরক দাবি

বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের 53 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ দাবি করেছেন, জোহরপুর সীমান্তের সাতরশিয়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় হঠাৎ স্থানীয় বাসিন্দারা ওই BSF জাওয়ানকে ধরে ফেলে। পরবর্তীতে ভারতীয় জওয়ান গণেশ মূর্তির কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গিয়েছিল।

বর্ডার গার্ড বাংলাদেশের ওই সেনা অধিনায়ক আরও বলেন, ওই BSF কনস্টেবল নাকি মদ্যপ অবস্থায় বাংলাদেশের ঢুকেছিলেন। তবে তিনি আদৌ নেশাগ্রস্ত ছিলেন কিনা সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি।

সঙ্গে থাকুন ➥