‘আপনার ভগবানকে গিয়ে বলুন!’ CJI-র বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ

Published on:

BR Gavai Statement Creats controversy he accused of hurting Hindu sentiments

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। এমনই অভিযোগ উঠল স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বিরুদ্ধে। কিন্তু কারণ কী? জানা গিয়েছে, মধ্যপ্রদেশে ক্ষতিগ্রস্ত বিষ্ণুর মূর্তি পুনঃপ্রতিষ্ঠানের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে সেই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি গাভাই এক বিরূপ মন্তব্য করেন (BR Gavai Statement)। তাঁর কথায়, যান, এসব কথা ভগবানকে গিয়ে বলুন। সুপ্রিম আইনজীবীদের একাংশের দাবি, প্রধান বিচারপতি হয়ে এমন মন্তব্য একেবারেই শোভনীয় নয়। এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করে।

প্রধান বিচারপতির বক্তব্যে শুরু হয়েছে বিতর্ক

মধ্যপ্রদেশের খাজুরাহোর জাভেরি মন্দিরে 7 ফুট উচ্চতার একটি প্রায় ভগ্ন বিষ্ণুর মূর্তি রয়েছে। সেই মূর্তি সংস্কার করে সেটিকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন রাকেশ দেশাই নামক এক ব্যক্তি। মামলাকারীর অভিযোগ ছিল, হিন্দু দেবতা বিষ্ণুর মূর্তিটি মুঘল আক্রমণের সময় ক্ষতিগ্রস্ত হয়। তবে এরপর বারবার আবেদন জানানোর পরেও মন্দির কর্তৃপক্ষ কোনওরকম পদক্ষেপ নেয়নি। এদিকে খাজুররাহো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ফলে জায়গাটির গুরুত্ব রয়েছে।

আবেদনকারী আরও বলেন, খাজুররাহোর জাভেরি মন্দির চত্বর সহ গোটা এলাকাটি দেখভালের দায়িত্বে রয়েছে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিম। দেশাইয়ের দাবি, বিষ্ণু দেবের মূর্তিটির সাথে মানুষের আস্থা এবং বিশ্বাস জড়িয়ে রয়েছে। এটা কোনও প্রত্নতাত্ত্বিক বস্তু নয়। তবে দুঃখের বিষয়, গত মঙ্গলবার বিষ্ণুদেবের মূর্তি পুনরায় নির্মাণ নিয়ে ওই ব্যক্তির আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

শীর্ষ আদালতের বক্তব্য, ওই মন্দির সহ গোটা এলাকাটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে। তাই এ বিষয়ের নাক গলাবে না আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই শুনানির মাঝে কিছুটা ভুরু কুঁচকেই আবেদনকারীর উদ্দেশ্যে বলেন, যান… আপনি বরং আপনার ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করুন। আপনিই তো বললেন ভগবান বিষ্ণুর প্রতি আপনার অটুট বিশ্বাস, ভক্তি আছে। তাহলে এ বিষয়ে তাঁর কাছ থেকেই সাহায্য নিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এমন বক্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হয়েও এমন মন্তব্য কীভাবে করতে পারেন তিনি? এমন প্রশ্নেই গাভাইকে কার্যত কাঠগড়ায় তুলছে বিরোধী মহল। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে দেদার ট্রোলিং। এ বিষয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বক্তব্য, প্রধান বিচারপতির উচিত মন্তব্য প্রত্যাহার করে নেওয়া। তা নিয়ে গাভাইকে নাকি চিঠিও লিখেছেন তিনি। আইনজীবীদের একটা বড় অংশের দাবি, এই ধরনের মন্তব্য ভগবান বিষ্ণু এবং সনাতন ধর্মের প্রতি আঘাত হানে। হিন্দু ধর্মের জন্য এটা অসম্মানের।

 

অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়াকে ১০২ রানে হারিয়ে ৫২ বছরের ইতিহাস পাল্টে দিল ভারত, নজির গড়লেন মান্ধানাও

প্রসঙ্গত, ধর্মীয় বিষয় নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যে একটুও খুশি নন বাঘা আইনজীবী বিনীত জিন্দাল। এ নিয়ে তিনি সরাসরি চিঠি লিখেছেন রাষ্ট্রপতিকে। সেই চিঠিতে জিন্দালের বক্তব্য, আমি আশা করছি সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতি গোটা বিষয়টি যত্ন সহকারে দেখবেন। সকলে যাতে ধর্মীয় বিশ্বাসের প্রতি মর্যাদা ধরে রাখেন সেটাও নিশ্চিত করবেন। একই সুর শোনা গিয়েছে সুপ্রিম কোর্ট সহ অন্যান্য উচ্চ আদালতের আইনজীবীদের গলাতেও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥