বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুব শীঘ্রই ভারতে ক্যাম্পাস খুলতে চলেছে ব্রিটেনের 9টি নামজাদা বিশ্ববিদ্যালয় (British Universities In India)। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের পর সেই ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। যদিও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলির নাম প্রকাশ্যে আনেনি কোনও পক্ষই।
মোদি-কিয়ের সাক্ষাতে একাধিক বিষয় নিয়ে হয়েছে আলোচনা
দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠক হয় দুই রাষ্ট্র নেতার। রিপোর্ট যা বলছে, মোদি-স্টার্মার বৈঠকে ব্রিটেন এবং ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়াও অর্থনীতি, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে উন্নতি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
দুই প্রধানের বৈঠকের পরই একটি যৌথ বিবৃতি দেয় ভারত এবং ব্রিটেন। ওই বিবৃতিতে বলা হয়, ‘ ভারত এবং ব্রিটেন দীর্ঘদিনের বন্ধু। দুই দেশেই গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসন খুব সুষ্ঠুভাবে পরিচালিত হয়। দুই দেশ একে অপরের উন্নতি এবং নানান ক্ষেত্রে অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠকে মূলত দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনার পর সম্প্রতি আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মার। এছাড়াও যৌথ বিবৃতিতে শান্তি গাজাচুক্তিরও প্রশংসা করেছেন ভারত এবং ব্রিটেনের দুই প্রধান।
অবশ্যই পড়ুন: আরও মজবুত হবে ভারত-আফগানিস্তান সম্পর্ক! ৮ দিনের সফরে দেশে এলেন তালিবান মন্ত্রী
উল্লেখ্য, 2024 সালের জুনে 14 বছর পর ক্ষমতায় ফেরে ব্রিটেনের লেবার পার্টি। দেশটির মসনদে বসেন কিয়ের। এরপরই তাঁকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সেই সাথে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে ভারতে আসারও আমন্ত্রণ জানান তিনি। সেই আমন্ত্রণ থেকেই বর্তমানে ভারত সফর করছেন কিয়ের স্টার্মার।